ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহের ফুলবাড়িয়ায় প্রবাস ফেরত ছেলের লাঠির আঘাতে বাবা হাবিবুল্লাহ হাবু (৪০) নামে একজন নিহত হয়েছেন। এ ঘটনার পর রুবেল মিয়াকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (১৮ অক্টোবর) ভোররাতে উপজেলার রাঙ্গামাটি ইউনিয়নের পাহাড় অনন্তপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত হাবিবুল্লাহ হাবু ওই এলাকার মৃত কুজরত আলীর ছেলে। গ্রেফতার রুবেল তিন বছর সৌদি আরবে ছিলেন। বেশ কয়েকমাস আগে তিনি বাড়িতে ফিরেন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, হাবিবুল্লাহ হাবুর ছেলে রুবেল মিয়া ৩ বছর সৌদি প্রবাসি ছিলেন। বেশ কয়েক মাস আগে বাড়িতে ফিরেন। বাড়িতে ফিরে তিনি নিউরোসার্জারি চিকিৎসা করিয়েছেন। সম্প্রতি তিনি ভাল ছিলেন এবং সবসময় ঘোরাফেরা করতেন। ঘটনার দিন রাতের খাবার খেয়ে পিতা হাবিবুল্লাহ হাবু নিজ ঘরে ঘুমিয়ে পড়েন। ভোররাতে ঘুমের মধ্যে প্রবাস ফেরত ছেলে রুবেল মিয়া বাঁশের লাঠি দিয়ে বাবাকে মাথায় আঘাত করে। এতে ঘটনাস্থলেই হাবিবুল্লাহ হাবু মারা যায়। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
ফুলবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রুকনুজ্জামান বলেন, নিহতের ছোট ছেলে সাগর হাসান বাদি রুবেল মিয়াকে আসামি করে থানায় মামলা দায়ের করেছেন। আসামি রুবেল মিয়াকে গ্রেফতারের পর আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়েছে।পারিবারিক বিরোধ থেকে এই ঘটনা ঘটেছে বলেও জানান তিনি।
বিএনএ/ হামিমুর রহমান হামিম,ওজি/হাসনা