24 C
আবহাওয়া
৭:১০ পূর্বাহ্ণ - মে ৬, ২০২৪
Bnanews24.com
Home » সিইউ ফ্রেন্ডস কবি আড্ডা ও কবিতা পাঠের আসর

সিইউ ফ্রেন্ডস কবি আড্ডা ও কবিতা পাঠের আসর

কবিতা ও আড্ডার আসরে স্বাগত বক্তব্যে মিজানুর রহমান মজুমদার

বাঙ্গলার ঋতুগুলো যেমন কবিতা জোগায় তেমনি আড্ডাও জমায়। চৈত্র, বৈশাখ, শরৎ, হেমন্ত, শীত বা বসন্ত, সব ঋতুই যেন আড্ডার ঘন্টা বাজায়।

বৃহস্পতিবার(১৯অক্টোবর) সন্ধ্যায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়(সিইউ) ফ্রেন্ডস এর কবিতার কথা, চট্টগ্রাম আড্ডা শীর্ষক কবিতা ও আড্ডার আসর জমেছিল পোর্টল্যান্ড সাত্তার টাওয়ারের ছাদে কর্ণফুলীর পাড়ে।

বাংলাদেশ নিউজ এজেন্সি ও বিএনএনিউজ২৪ ডটকম সম্পাদক মিজানুর রহমান মজুমদার এর সার্বিক সহযোগিতায় আয়োজিত এই অনুষ্ঠানে ৪৫ জনের অধিক কবি অংশ নেন। তাদের কবিতা পাঠে ও কথায় মুখর হয়ে ওঠে পুরো সময়।

কবিতা ও কবি আড্ডার আসরে
কবিতা ও কবি আড্ডার আসরের একাংশ

কবিতা ও কবি আড্ডার আসরে স্বাগত বক্তব্যে মিজানুর রহমান মজুমদার বলেন, আমরা গর্বিত আমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। হেমন্ত এলেই কবিতার পাখিরা কিচিরমিচির করে ওঠে এধারে ওধারে।আমার গ্রামের বাড়ির উঠানে কাব্য কথায় হেমন্ত বা হিম হিম হেমন্তের ধারাবাহিকতায় এই আয়োজন আনন্দিত করে, আমাদের উজ্জিবিত করে। গতবছর থেকেই আমরা চেয়েছি  কবি আর কবিতার চাদরে ঢাকা থাকুক আমাদের বাংলাদেশ।

কবিতা ও কবি আড্ডার আসরের একাংশ-2
কবিতা ও কবি আড্ডার আসরের একাংশ-২

 

মিজানুর রহমান মজুমদার উপস্থিত সকল কবি ও দর্শকদের প্রতি কৃতজ্ঞতা জানান।

কবি সানাউল হকের সভাপতিত্বে সাবেক সচিব ও বাংলা একাডেমি পুরস্কার প্রাপ্ত কবি আসাদ মান্নান, কলকাতা থেকে আগত কবি মোস্তাক আহমেদ, কবি দিলওয়ার হোসেন, কবি নাহিদ সুলতানা কবি আতিয়া, কবি ইসরাত দীনা সহ বাংলা একাডেমি পুরস্কার প্রাপ্ত বেশ কজন কবি সহ অনেকে উপস্থিত ছিলেন।

গন্ধরাজ, মল্লিকা, শিউলি, দেবকাঞ্চন
কামিনী, হিমঝুরি, রাজ অশোক
এসবই হেমন্ত ঋতুর ফুল সম্পদ।
হেমন্ত সমৃদ্ধি আনে বাংলার ঘরে ঘরে
ধান আর ধান সাড়া বাড়ি জুড়ে।

শিল্পী ইকবাল পিন্টুর মনমুগ্ধকর গান ও নৈশভোজের মধ্যেদিয়ে অনুষ্ঠান  শেষ হয়।

পড়ুন : আগের নিউজ : ছাগলনাইয়ার যশপুরের ‘সুলতান ভিলা’ ও ‘কাব্য কথায় হেমন্ত’!

বিএনএনিউজ২৪, এসজিএন

Loading


শিরোনাম বিএনএ