বিএনএ ডেস্ক: কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে নেপালকে ৩-১ গোলে হারিয়ে প্রথমবারের মতো নারী সাফ চ্যাম্পিয়নশীপ জয়ে নারী ফুটবলাররা সিক্ত অভিনন্দন বার্তায়। সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে অভিনন্দন জানিয়েছেন দেশের সকল শ্রেণি-পেশার মানুষ।
নারী ফুটবল দলকে অভিনন্দন জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। সুদূর লন্ডনে বসেও শুভেচ্ছা জানাতে ভুল করেন নি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জয়ের এই ধারাবাহিকতা বজায় রাখার আহ্বান জানিয়েছেন তারা।
সালমা খাতুন, কৃষ্ণা রানী, মারিয়া মান্ডাদের শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুভেচ্ছা জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের। দেশের এমন অর্জনে গর্বিত হয়ে শুভেচ্ছা জানিয়েছেন সেনা প্রধান ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ।
২০১৮ সালে ভারতকে হারিয়ে প্রথমবার এশিয়া কাপ জেতে বাংলাদেশের নারী ক্রিকেট দল। সেই টিমের সদস্য জাতীয় দলের পেসার জাহানারা আলম লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ। সাফ চ্যাম্পিয়নশিপের মুকুট পরার জন্য হৃদয় নিংড়ানো অভিনন্দন আমাদের বোনদের। তোমাদের জন্য গর্বিত।’
জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া অভিনন্দন লিখেছেন এভাবে, ‘চ্যাম্পিয়ন বাংলাদেশ’। সাফ ফুটবলে নেপালকে হারিয়ে বাংলাদেশের মেয়েদের দল ইতিহাস গড়েছে। আমাদের মেয়েদের অভিনন্দন।’
মেয়েরা অভিনন্দন পাচ্ছেন ছেলেদের জাতীয় দলের ক্রিকেটারদেরও। পুরো দলকেই অভিনন্দন জানিয়েছেন মুশফিকুর রহিম। লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ, সাফ চ্যাম্পিয়নশিপের মুকুট মাথায় তোলার জন্য আমাদের প্রিয় বোনদের অভিনন্দন। সত্যিই তোমাদের নিয়ে গর্বিত। খেলোয়াড় ও সাপোর্ট স্টাফদের কুর্নিশ।’
জাতীয় দলের ব্যাটারা লিটন দাস লিখেছেন, ‘আমাদের গর্বিত করার জন্য মেয়েদের অভিনন্দন। চ্যাম্পিয়ন!’
অভিনন্দন জানিয়েছেন অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজও, ‘নেপালকে হারিয়ে সাফ উইমেন্স ফুটবল চ্যাম্পিয়নশিপ জিতেছে বাংলাদেশ। আমাদের মেয়েদের অভিনন্দন।’
সৌম্য সরকারের গর্বটাও টের পাওয়া যায় তাঁর ফেসবুক পোস্টে, ‘সাফের নতুন চ্যাম্পিয়নরা হাজির। আমাদের বাংলাদেশ! অভিনন্দন মেয়েরা!’
অভিনন্দন জোয়ার নারী ফুটবল দলকে ভাসিয়েছেন দেশের কোটি কোটি ফুটবল ভক্ত। হৃদয়ের সবটুকু আবেগ আর ভালবাসা দিয়ে তাদের জন্য লিখছেন অভিনন্দন বার্তা। এই ভালবাসায় এগিয়ে যাক বাংলাদেশ। বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াবে বাংলাদেশ এই প্রত্যাশা দেশের সকল ফুটবল ভক্তের।
বিএনএ/এ আর