সাভার(ঢাকা) প্রতিনিধি: কুমিল্লায় দৈনিক ভোরের কাগজের সম্পাদক দেশবরেণ্য সাংবাদিক শ্যামল দত্ত ও প্রকাশক সাবের হোসেন চৌধুরীসহ পাঁচজনের বিরুদ্ধে মিথ্যা মানহানি মামলা দায়েরের প্রতিবাদে মানববন্ধন করেছে সাভারের সাংবাদিকরা।
বৃহস্পতিবার(১৯মে) দুপুরে সাভার প্রেসক্লাবের উদ্যোগে সংগঠনটির সামনে এই কর্মসূচিতে অংশ নেন সাভার ও আশুলিয়ার বিভিন্ন প্রিন্ট এবং ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ। এসময় তারা দৈনিক ভোরের কাগজ পত্রিকার সম্পাদক, প্রকাশক ও প্রতিনিধিসহ পাঁচজনের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়েরের তীব্র প্রতিবাদ জানান।
মানববন্ধনে আরটিভির স্টাফ রিপোর্টার জিয়াউর রহমান জিয়া বলেন, ‘সাংবাদিকদের আইকন শ্যামল দত্তসহ অন্যান্য সাংবাদিকদের মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে। এর প্রতিবাদে আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি। সাংবাদিকদের কোন ভাবে দমিয়ে রাখা যাবে না। সত্য প্রকাশে আমরা সবসময বদ্ধ পরিকর।’
সাভার প্রেসক্লাবের সাবেক সভাপতি জাবেদ মোস্তফা বলেন, ‘সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মানহানি মামলা। এগুলো শুধুমাত্র তারা নিজেদের প্রচার বৃদ্ধি করার জন্য করে থাকেন। তবে শ্যামল দত্তের মত একজন সাংবাদিকের বিরুদ্ধে এধরণের মামলা করে কেউ বেনিফিট নিতে পারবে না। কারণ সারা বাংলাদেশের সাংবাদিকরা এর বিরুদ্ধে সোচ্চার আছে। এই শতভাগ মিথ্যা ও ভিত্তিহীন এবং সাংবাদিকদের কণ্ঠ চেপে ধরার মতো একটা ষড়যন্ত্র বলে আমরা মনে করি। আমরা এই মামলার তীব্র প্রতিবাদ জানাই এবং শ্যামল দত্তসহ যাদের বিরুদ্ধে যাদেরকে এই মামলার আসামি করা হয়েছে নিঃশর্ত ভাবে তাদের রেহাই দিতে হবে। তাদের কোন ভাব হয়রানি করা যাবে না।’
সাভার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গোবিন্দ আচার্য্য বলেন, ‘অনুসন্ধানী তদন্তে কুমিল্লায় একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী নাম তালিকায় এসেছে। সেই মাদক ব্যবসায়ী রিফাত দেশের সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র শ্যামল দত্তসহ পাঁচ জনের বিরুদ্ধে ১০ কোটি টাকার মিথ্যা মানহানি মামলা করেছেন। দৈনিক ভোরের কাগজ পত্রিকার সম্পাদক শ্যামল দত্ত যিনি বাংলাদেশের স্বাধীনতার স্বপক্ষের শক্তি হিসেবে সবসময় সোচ্চার। আমরা এই মামলার তীব্র প্রতিবাদ জানাই।’
বিএনএনিউজ২৪, ইমরান খান,জিএন