বিএনএ বিশ্ব ডেস্ক, ঢাকা: করোনাভাইরাস (কভিড-১৯) সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ে বিধ্বস্ত ভারতে মৃত্যুর মিছিল থামছেই না। দৈনিক মৃত্যুতে একের পর এক রেকর্ড গড়ছে বিশ্বের দ্বিতীয় জনবহুল দেশটি। গত ২৪ ঘণ্টায় এই প্রথম করোনায় সাড়ে ৪ হাজারের বেশি মৃত্যু দেখল ভারত।
কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, বুধবার (১৯ মে) করোনা প্রাণ কেড়েছে ৪ হাজার ৫২৯ জনের। এ নিয়ে মোট মৃত্যু হলো ২ লাখ ৮৩ হাজার ২৪৮ জনের। গত ২৪ ঘণ্টায় দক্ষিণ এশিয়ার দেশটিতে আরও ২ লাখ ৬৭ হাজার ৩৩৪ জন করোনা রোগী শনাক্ত হয়েছে যা আগের দিনের তুলনায় হাজার চারেক বেশি। এ নিয়ে মোট আক্রান্ত হয়েছেন ২ কোটি ৫৪ লাখের বেশি মানুষ।
ভারতীয় গণমাধ্যম জানায়, ভারতে দৈনিক করোনা সংক্রমণ গত তিন দিন ধরেই তিন লাখের নিচে রয়েছে। কিন্তু সংক্রমণ কমলেও দৈনিক মৃত্যু দিন দিন বেড়েই চলেছে। মহামারী প্রাদুর্ভাবের পর এই প্রথম একদিনে এত মৃত্যু দেখল ভারত। সংক্রমণের লাগাম টেনে ধরতে চলছে জোরদার টিকাদান কর্মসূচি। এখন পর্যন্ত টিকা দেওয়া হয়েছে সাড়ে ১৮ কোটিরও বেশি।
বিএনএনিউজ২৪/এমএইচ