28 C
আবহাওয়া
৭:৩৪ অপরাহ্ণ - এপ্রিল ১৯, ২০২৫
Bnanews24.com
Home » ভারতে বাংলাদেশি ক্রেডিট কার্ডে লেনদেন কমেছে ৭৩ শতাংশ

ভারতে বাংলাদেশি ক্রেডিট কার্ডে লেনদেন কমেছে ৭৩ শতাংশ


বিএনএ, ঢাকা : ভারতে বাংলাদেশি ক্রেডিট কার্ডে লেনদেন কমে গেছে নাটকীয়ভাবে। চলতি বছরের ফেব্রুয়ারিতে লেনদেন নেমে এসেছে মাত্র ২৯ কোটি টাকায়, যা আগের বছরের একই সময়ের তুলনায় ৭৩ দশমিক ১৫ শতাংশ কম। অথচ ২০২৪ সালের ফেব্রুয়ারিতে ভারতে বাংলাদেশিদের ক্রেডিট কার্ডে খরচ ছিল ১০৮ কোটি টাকা।

বাংলাদেশ ব্যাংকের মাসিক প্রতিবেদন ‘অ্যান ওভারভিউ অব ক্রেডিট কার্ড ইউসেজ প্যাটার্ন উইদিন অ্যান্ড আউটসাইড বাংলাদেশ’-এ এসব তথ্য উঠে এসেছে।

প্রতিবেদনে দেখা যায়, বিদেশে ক্রেডিট কার্ড ব্যবহার করে বাংলাদেশিরা চলতি বছরের ফেব্রুয়ারিতে মোট খরচ করেছেন ৩৮৩ কোটি টাকা। যা জানুয়ারির তুলনায় ১৩ দশমিক ৯৩ শতাংশ কম (৪৪৫ কোটি টাকা)। আগের বছরের ফেব্রুয়ারিতে এই খরচের পরিমাণ ছিল ৪৯৯ কোটি টাকা।

বর্তমানে বিদেশে ক্রেডিট কার্ডে বাংলাদেশিদের খরচের তালিকায় শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। ফেব্রুয়ারিতে দেশটিতে খরচ হয়েছে ৫২ কোটি টাকা, জানুয়ারিতে ছিল ৬৮ কোটি টাকা। দ্বিতীয় অবস্থানে থাকা থাইল্যান্ডে খরচ হয়েছে ৪৬ কোটি টাকা, যা জানুয়ারিতে ছিল ৬৪ কোটি।

তবে সিঙ্গাপুরে খরচ কিছুটা বেড়েছে। ফেব্রুয়ারিতে সেখানে বাংলাদেশিরা ৩৯ কোটি টাকা খরচ করেছেন, যা জানুয়ারিতে ছিল ৩৮ কোটি টাকা।

মালয়েশিয়ায় ফেব্রুয়ারির খরচ ৩০ কোটি টাকা, জানুয়ারিতে যেখানে ছিল ৩৫ কোটি। যুক্তরাজ্যে খরচ হয়েছে ৩০ কোটি, যা জানুয়ারিতে ছিল ৩৩ কোটি টাকা।

ভারত একসময় বাংলাদেশিদের ক্রেডিট কার্ড খরচে শীর্ষে থাকলেও এখন তা নেমে গেছে ষষ্ঠ স্থানে। জানুয়ারিতে ভারতে খরচ হয়েছিল ৩২ কোটি টাকা, আর ফেব্রুয়ারিতে ২৯ কোটি টাকা।

বিএনএনিউজ/এইচ.এম।/শাম্মী

Loading


শিরোনাম বিএনএ