30 C
আবহাওয়া
৫:৩৭ পূর্বাহ্ণ - মে ২, ২০২৪
Bnanews24.com
Home » শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে

শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে

রাজধানীর আগারগাঁওয়ে শিশু হাসপাতালে

ঢাকা: রাজধানীর আগারগাঁওয়ে শিশু হাসপাতালের ৫ম তলায় কার্ডিয়াক আইসিইউ-তে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে।বিকেল পৌনে ৩টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। এর আগে দুপুর পৌনে ২টার দিকে আগুনের ঘটনা ঘটে। তাৎক্ষণিক হাসপাতাল থেকে রোগীদের সরিয়ে ফেলায় কোনো হতাহতের ঘটনা ঘটে নি।

জানা যায়, আগুন লাগার পর রোগীদের সরিয়ে নেয়া হয়। আগুনের খবর পেয়ে যে যার মতো সামগ্রী ফেলে সন্তানকে বুকে আগলে নিচে নেমে যান।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার লিমা খানম গণমাধ্যমকে জানান, দুপুর ১টা ৪৭ মিনিটে খবর পাই ঢাকা শিশু হাসপাতালে আগুন লেগেছে।তাৎক্ষণিকভাবে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট ঘটনাস্থলে কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে।

তিনি বলেন, প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এছাড়া আগুনে হতাহতেরও কোনো সংবাদ পাওয়া যায়নি।

রাজধানীসহ সারাদেশে প্রচণ্ড গরমের কারণে নিউমোনিয়া রোগী বাড়ায় শিশু হাসপাতালে রোগী ও আত্মীয়স্বজনের চাপ ছিল বলে জানা গেছে। প্রতিটি বেডেই রোগী ছিল। আগুনের খবরে রোগীদের স্বজনদের মধ্যে সৃষ্টি হয় ভীতিকর অবস্থা। যে যার মতো সামগ্রী ফেলে সন্তানকে বুকে আগলে হাসপাতালের নিচে নেমে যান।

বিএনএ,এসজিএন

Loading


শিরোনাম বিএনএ