বিএনএ: পাকিস্তানের জাতীয় পরিষদের সদস্য হিনা রব্বানি খার’কে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ।
মঙ্গলবার (১৯ এপ্রিল) তিনি এই দায়িত্ব গ্রহণ করেন, পাকিস্তানের গণ্যমাধ্যম অ্যাসেসিয়েটেড প্রেস পাকিস্তানের (এপিপি) এক প্রতিবেদনে এ তথ্য তুলে ধরা হয়েছে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ে তার নতুন দায়িত্বে যোগ দিতে দেয়ার পর হিনা খারকে স্বাগত জানান দেশেটির পররাষ্ট্র সচিব সোহেল মাহমুদ ও ঊর্ধ্বতন কর্মকর্তারা।
হিনা রব্বানি খার পাকিস্তান পিপলস পার্টির সদস্য। এর আগে তিনি ফেব্রুয়ারি ২০১১ থেকে মার্চ ২০১৩ পর্যন্ত পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি দেশটির সর্বকনিষ্ঠ ব্যক্তি এবং প্রথম নারী যিনি ওই পদে অধিষ্ঠিত ছিলেন।
বিএনএ/ এ আর