25 C
আবহাওয়া
৪:৫২ অপরাহ্ণ - ডিসেম্বর ১৮, ২০২৪
Bnanews24.com
Home » ইউপি নির্বাচনে নৌকার অফিস ভাঙচুর মামলায় যুবদল নেতা গ্রেপ্তার

ইউপি নির্বাচনে নৌকার অফিস ভাঙচুর মামলায় যুবদল নেতা গ্রেপ্তার

গ্রেপ্তার-২

বিএনএ, সাভার: ঢাকার সাভারে পঞ্চম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকার চেয়ারম্যান প্রার্থীর অফিস ভাঙচুর ও অগ্নিসংযোগের মামলায় আব্দুল হাই নামে সাবেক এক যুবদল নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১৯ এপ্রিল) সাত দিনের রিমান্ড চেয়ে তাকে ঢাকার মুখ্য বিচারিক আদালতে পাঠায় আশুলিয়া থানা পুলিশ।

এর আগে সোমবার রাতে আশুলিয়ার বাইপাইল বাসস্ট্যান্ড থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আব্দুল হাই শিমুলিয়া ইউনিয়নের রণস্থল গ্রামের মৃত আব্দুস সামাদের ছেলে। তিনি আশুলিয়া থানা যুবদলের সাবেক সভাপতি।

আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) দেলোয়ার হোসেন বলেন, গত বছরের ৩১ ডিসেম্বর শিমুলিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রার্থী আজহারুল ইসলাম সুরুজের নির্বাচনী অফিস ভাঙচুর ও অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা। পরে এঘটনায় মামলা দায়ের করেন ইউনিয়ন আওয়ামী লীগের ওয়ার্ড সভাপতি হাবিবুর রহমান। গতকাল রাতে সেই মামলায় বাইপাইল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। আজ দুপুরে গ্রেপ্তার যুবদল নেতাকে ৭ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে।

বিএনএ/ ইমরান , এমএফ

Loading


শিরোনাম বিএনএ