31 C
আবহাওয়া
১১:১৬ অপরাহ্ণ - মে ২, ২০২৪
Bnanews24.com
Home » আবারও সীমান্তে গোলাগুলি,আতংকে টেকনাফের বাসিন্দারা

আবারও সীমান্তে গোলাগুলি,আতংকে টেকনাফের বাসিন্দারা


বিএনএ ডেস্ক :টেকনাফের হ্নীলা সীমান্তে মিয়ানমারের রাখাইন রাজ্যে দেশটির সশস্ত্রবাহিনী ও বিদ্রোহী আরাকান আর্মির সংঘাতের কারণে অনবরত গোলাগুলির বিকট শব্দে কাঁপছে টেকনাফ সীমান্ত।
সোমবার (১৯ মার্চ) দিবাগত রাত ১২ টার পর থেকে উপজেলার হ্নীলা ইউনিয়নের ওয়াব্রাং ও ফুলের ডেইলের বাসিন্দারা গোলাগুলির বিকট শব্দে আতংকে রাত কাটিয়েছেন।

সীমান্তের বাসিন্দা ওয়াব্রাং এলাকার কামাল হোসাইন বলেন, ‘রাত ১২টা থেকে বিকট শব্দ আসছে । বাড়ি পর্যন্ত থরথর করে কাঁপছে। বাড়িতে ছোট ছোট শিশু ঘুম থেকে উঠে গেছে এবং আমাদের এলাকার মানুষ অনেক ভয়ে আছে।

সীমান্তের বাসিন্দা আব্দুর রহিম বলেন, ‘গভীর রাতে মিয়ানমারের গোলাগুলির বিকট শব্দ অনেক্ক্ষণ শোনা গেছে । এমনকি ঘরের মাটি পর্যন্ত কাঁপছে।’

হ্নীলা ইউপি চেয়ারম্যান রাশেদ মাহমুদ আলী জানান, ‘রাতে পরপর বিকট শব্দ ভেসে আসছে। আমি নিজেও শুনছি। রাত ১২ টা ১৪ মিনিট থেকে শুরু হয়ে এখনো থেমে থেমে চলছে মিয়ানমারের বিস্ফোরণের বিকট শব্দ।’

টেকনাফ-২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মহিউদ্দিন আহমেদ বলেন, ওপারের পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছি। বিশেষ করে অনুপ্রবেশ ঠেকাতে নাফ নদী ও সীমান্তে বিজিবির টহল বাড়ানো হয়েছে।

বিএনএনিউজ/রেহানা, ওজি

Loading


শিরোনাম বিএনএ