বিএনএ, ঢাকা: অপারেশন ডেভিল হান্টে সারাদেশে আরও ৫৩২ জনকে গ্রেফতার করা হয়েছে।বুধবার (১৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর এ তথ্য জানান।
তিনি জানান, অপারেশন ডেভিল হান্ট অভিযানের আওতায় ৫৩২ জনকে গ্রেফতার করা হয়েছে। আর অন্যান্য মামলা ও ওয়ারেন্টের আওতায় গ্রেফতার করা হয়েছে ১ হাজার ৫৮৩ জনকে।
অভিযানে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, একটি স্টিলের চাপাতি, বারমিজ চাকু দুটি, একটি স্টিলের ছুরি ও একটি স্টিলের কিরিজ উদ্ধার হয়েছে বলে জানান ইনামুল হক সাগর।
৮ ফেব্রুয়ারি থেকে অপারেশন ‘ডেভিল হান্ট’ নামক বিশেষ অভিযান শুরু হয়।
বিএনএ/ ওজি/এইচমুন্নী