24 C
আবহাওয়া
৪:১০ পূর্বাহ্ণ - এপ্রিল ১৯, ২০২৫
Bnanews24.com
Home » অপহৃত দুই শিশু ভেড়ামারায় উদ্ধার

অপহৃত দুই শিশু ভেড়ামারায় উদ্ধার

অপহৃত দুই শিশু ভেড়ামারায় উদ্ধার

বিএনএ,ডেস্ক: খুলনা থেকে অপহৃত দুই মাদরাসাছাত্রকে উদ্ধার করেছে কুষ্টিয়ার ভেড়ামারা থানা পুলিশ। এ সময় তুহিন (১৭) নামে এক অপহরণকারীকে আটক করে পুলিশ।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) রাত ৮টার সময় খুলনা থেকে ছেড়ে আসা রাজশাহীগামী আন্তঃনগর সাগরদাড়ি এক্সপ্রেস ট্রেন থেকে শিশু দুটিকে উদ্ধার করা হয়।

উদ্ধারকৃতরা হল- খুলনার সোনাডাঙ্গা থানার আলফারুক মোড় এলাকার নিজামুদ্দিনের ছেলে নিয়াজ উদ্দিন শান্ত এবং খুলনার রূপসা থানার ওহিদুজ্জামানের ছেলে আবুবক্কর আমান। তারা দুজনেই মাদ্রাসা শিক্ষার্থী।
অপহরণকারী তুহিন পাবনা সদর থানার দোগাছিচর এলাকার মুকুল হোসেনের ছেলে।

ভেড়ামারা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ শহিদুল ইসলাম ঘটনার জানান, খুলনা থেকে ছেড়ে আসা রাজশাহীগামী আন্তঃনগর সাগরদাড়ি এক্সপ্রেস ট্রেনটি ভেড়ামারা ষ্টেশনে এসে পৌঁছালে ট্রেন থেকে তিনজনই প্লাটফ্রমে নামে। স্থানীয়দের সন্দেহ হলে পুলিশে খবর দেয়।পুলিশ ঘটনাস্থলে গিয়ে শিশু দুটিকে উদ্ধার করে।

ওসি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তুহিন শিশু দুটিকে খুলনা থেকে ট্রেনে নিয়ে এসেছে বলে জানা গেছে। শিশু আবুবক্কর তার বাবার মোবাইল নম্বর বলতে পারায় তার বাবাকে খবর দেওয়া হয়েছে।বুধবার (১৯ ফেব্রুয়ারি) সকালে আবুবক্কর এর বাবা থানায় আসার কথা বলেছেন। বর্তমানে তিনজনই ভেড়ামারা থানা পুলিশের হেফাজতে রয়েছে। নিয়াজ উদ্দিন শান্তের পরিবারের কাছে খবর দেওয়া হয়েছে।

ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রফিকুল ইসলাম জানান, উদ্ধারকৃত দুই শিশু খুলনার দারুল নাযাত মডেল মাদরাসার শিক্ষার্থী । মোবাইল ফোনে তাদের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে।

বিএনএনিউজ/ আরএস

Loading


শিরোনাম বিএনএ