35 C
আবহাওয়া
৯:২১ অপরাহ্ণ - মে ১, ২০২৪
Bnanews24.com
Home » বাংলাদেশি ভিসা কার্যালয় বন্ধ, বিপাকে ত্রিপুরার নাগরিকরা

বাংলাদেশি ভিসা কার্যালয় বন্ধ, বিপাকে ত্রিপুরার নাগরিকরা


বিএনএ ডেস্ক: বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে রাজধানী আগরতলায় অবস্থিত বাংলাদেশ ভিসা কার্যালয় বন্ধ থাকায় বিপাকে পড়েছেন ভারতের ত্রিপুরা রাজ্যের সাধারণ নাগরিক। জরুরি কাজ থাকলেও তারা বাংলাদেশে আসতে পারছে না।

বাংলাদেশের সহকারী হাইকমিশন সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) থেকেই ত্রয়োদশ বিধানসভা নির্বাচন উপলক্ষে বন্ধ রাখা হয়েছে আগরতলার ভিসা কাউন্টার। কার্যালয়টি আজ রোববার (১৯ ফেব্রুয়ারি) পর্যন্ত বন্ধ থাকবে। সোমবার থেকে পুনরায় স্বাভাবিক কার্যক্রম শুরু হবে।

নির্বাচনে অনেক রাত পর্যন্ত ভোটদান পর্ব চলার কারণে ভোটের হার ৯০ শতাংশের বেশি হতে পারে বলে জানায় রাজ্য নির্বাচন কমিশন। ২ মার্চ একযোগে সবকটি রাজ্য বিধানসভার নির্বাচনের ফল ঘোষণা করা হবে।

গত বৃহস্পতিবার ত্রিপুরার ত্রয়োদশ বিধানসভা নির্বাচন শেষ হয়েছে।

বিএনএ/ বিএম

Loading


শিরোনাম বিএনএ