21 C
আবহাওয়া
১২:০৭ পূর্বাহ্ণ - ডিসেম্বর ২৫, ২০২৪
Bnanews24.com
Home » রাবিতে রংপুর ছাত্রকল্যাণ সমিতির শীতবস্ত্র বিতরণ

রাবিতে রংপুর ছাত্রকল্যাণ সমিতির শীতবস্ত্র বিতরণ


বিএনএ, রাবি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) রংপুর সদর ছাত্রকল্যাণ সমিতি ক্যাম্পাসের শহীদ মিনার প্রাঙ্গনে দুঃস্থ ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে। বুধবার (১৮ জানুয়ারি) সংগঠনটির উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন সমিতির উপদেষ্টামন্ডলী, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের অধ্যাপক মো. মাহবুবার রহমান, রসায়ন বিভাগের অধ্যাপক মো. মোতাহার হোসেন এবং ভ্যাটেনারি এন্ড এনিমেল সাইন্স বিভাগের শিক্ষক মো. হাকিমুল হক।

রংপুর সদর ছাত্রকল্যাণ সমিতির সভাপতি সোহাগ আহমেদ জানান, “জেলা প্রশাসক, রংপুর-এর পক্ষ থেকে সমিতিটি ক্যাম্পাসে প্রায় ৫০ টি কম্বল বিতরণ করা হয়েছে৷ এর আগেও আমরা, রংপুর শহরের বিভিন্ন স্থানে প্রায় ১৫০ টি কম্বল বিতরন করেছি।”

রংপুর সদর উপজেলা থেকে আগত রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কর্মরত শিক্ষক এবং অধ্যয়নরত শিক্ষার্থীদের সমন্বয়ে গঠিত এই সংগঠনটি বিভিন্ন সামাজিক কার্যক্রম সম্পন্ন করে থাকে।

বিএনএ/সাকিব, এমএফ

Loading


শিরোনাম বিএনএ