25 C
আবহাওয়া
৩:০২ অপরাহ্ণ - ডিসেম্বর ২৬, ২০২৪
Bnanews24.com
Home » মির্জাখীল দরবারে ২ দিন ব্যাপি ওরশ সম্পন্ন

মির্জাখীল দরবারে ২ দিন ব্যাপি ওরশ সম্পন্ন


মিজার্খীল দরবারে হযরত শাহ মাওলানা মতলুবুর রহমান (রহ.) এর ৩৪ তম বার্ষিক ওরশ শরীফ দরবারের শাহজাদা আলহাজ্ব মোহাম্মদ তানভীর রহমান এর সভাপতিত্বে ১৫ ও ১৬ ডিসেম্বর অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি ছিলেন, শাহ ফকির মাওলানা (রহ.) দরবারের পীর আলহাজ্ব শাহ মৌলানা নজরুল ইসলাম।

প্রধান বক্তা ছিলেন, দরবারে ফারুকী লন্ডনের প্রধান খলিফা, আলহাজ্ব শাহ মাওলানা মোজাহেরুল কাদের ফারুকী। মাহফিলে উদ্ধোধক ছিলেন, শাহজাদা মোঃ আবদুল হাদি প্রকাশ মোরশেদ। ত্বকরীর করেন, দুদু ফকির সিনিয়র মাদরাসার প্রভাষক মাওলানা জাকারিয়া হাবিবী, ভান্ডারী পাড়া মাদ্রাসার সিনিয়র শিক্ষক মাওলানা নূর মোহাম্মদ, গাছবাড়ীয়া খাঁনহাট কেন্দ্রীয় জামে মসজিদের খতিব ও ধোপাছড়ি খালেকীয়া মাদ্রাসার সুপারিন্টেন্ডেন্ট মাও. মোস্তফিজুর রহমান তারেক, দৈনিক নীলকথার চট্টগ্রাম ব্যুরো প্রধান ও রংধনু’র প্রতিষ্ঠাতা সভাপতি, মোঃ হামিদুর রহমান সাকিল প্রমুখ।

Loading


শিরোনাম বিএনএ