18 C
আবহাওয়া
১:১৬ পূর্বাহ্ণ - ডিসেম্বর ১৯, ২০২৪
Bnanews24.com
Home » পটিয়ায় ১৯গরু ডাকাতির ঘটনায় মূল হোতা আটক

পটিয়ায় ১৯গরু ডাকাতির ঘটনায় মূল হোতা আটক

পটিয়ায় ১৯ গরু ডাকাতির ঘটনায় মূল হোতা আটক

বিএনএ,চট্টগ্রাম: চট্টগ্রামের পটিয়ায় ১৯টি গরু ডাকাতির ঘটনায় মূল হোতা দুর্ধর্ষ ডাকাত সর্দার মুখতার শাহ (৪৫) কে আটক করেছে পুলিশ। রোববার (১৭ নভেম্বর) বিকেলে চট্টগ্রাম নগরীর বহদ্দার হাট থেকে পুলিশ তাকে আটক করে। আটককৃত ডাকাত উপজেলার বারইকাড়া শাহ বাড়ির শামসুল ইসলাম শাহর পুত্র।

পটিয়া থানার ওসি জায়েদ নুর জানিয়েছেন, গত ১৩ নভেম্বর রাতে পটিয়ার হাবিলাসদ্বীপ গ্রামে খামারের লোকজনকে বেধে রেখে ১৯টি গরু লুট করে নিয়ে যায় ডাকাত দল। সিসিটিভি ফুটেজ দেখে ডাকাত সর্দার মুখতার শাহকে সনাক্ত করে তার ডেরায় ছদ্মবেশে অভিযান চালায় পুলিশ। তার বিরুদ্ধে পটিয়া থানাসহ জেলার বিভিন্ন থানায় মামলা রয়েছে বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে।

স্থানীয় খামারিরা জানায়, পটিয়ায় প্রতিদিনই গরুর খামারে ডাকাতি হচ্ছে। ডাকাতদল সংঘবদ্ধভাবে গাড়ি নিয়ে এসে খামারীদের মারধর ও আটক করে গুলি চালিয়ে ত্রাসের সৃষ্টি করে গরু নিয়ে চলে যায়। ডাকাতির ঘটনায় অতিষ্ঠ হয়ে খামারিরা স্মারকলিপি, মানববন্ধন সহ বিভিন্ন কর্মসূচি পালন করেছে। এছাড়া চুরি, ছিনতাই ও কিশোর গ্যাংয়ের প্রভাব বাড়ায় চরম নিরাপত্তাহীনতায় শঙ্কায় পড়েছে এই উপজেলা কয়েকলাখ মানুষ।

ঘটনার তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক রাজু আহমদ গাজী জানিয়েছেন, উপজেলায় বেশ কয়েকটি ডাকাত দল রয়েছে। তাদেরকে ইতোমধ্যে নজরদারীতে রাখা হয়েছে। সবাইকে আটক করে জনগণের জানমালের নিরাপত্তা দিতে পুলিশ কাজ করছে।

বিএনএনিউজ/ নাবিদ

 

Loading


শিরোনাম বিএনএ