28 C
আবহাওয়া
১:২৪ অপরাহ্ণ - নভেম্বর ১৮, ২০২৪
Bnanews24.com
Home » নভেম্বরের ১৬ দিনে রেমিট্যান্স এলো ১৫ হাজার কোটি 

নভেম্বরের ১৬ দিনে রেমিট্যান্স এলো ১৫ হাজার কোটি 

রিজার্ভ

বিএনএ ডেস্ক :  চলতি মাস নভেম্বরেও রেমিট্যান্সের গতি ভালো রয়েছে। নভেম্বরের প্রথম ১৬ দিনে এসেছে ১২৫ কোটি ৫১ লাখ ৩০ হাজার ডলারের রেমিট্যান্স। দেশীয় মুদ্রায় (প্রতি ডলার ১২০ টাকা ধরে) এর পরিমাণ প্রায় ১৫ হাজার ৬২ কোটি টাকা।

বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত হালনাগাদ তথ্য বলছে, চলতি মাস নভেম্বরের ১৬ দিনে এসেছে ১২৫ কোটি ৫১ লাখ ডলারের বেশি রেমিট্যান্স। এর মধ্যে রাষ্ট্র মালিকানা ব্যাংকের মাধ্যমে এসেছে প্রায় ৪২ কোটি ৭ লাখ ডলার। বিশেষায়িত দুই ব্যাংকের মধ্যে একটি ব্যাংকের (কৃষি ব্যাংক) মাধ্যমে এসেছে ৮ কোট ১৪ লাখ ৬০ হাজার ডলার। বেসরকারি ব্যাংকের মাধ্যমে এসেছে ৭৪ কোটি ৯৭ লাখ ৫০ হাজার ডলার এবং বিদেশি ব্যাংকের মাধ্যমে ৩২ লাখ ২০ হাজার ডলার।

সেপ্টেম্বরের পুরো সময়ে ২৪০ কোটি ৪৮ লাখ ডলার (২.৪০ বিলিয়ন) পাঠিয়েছেন বিভিন্ন দেশে বসবাসরত প্রবাসীরা। যা বাংলাদেশি মুদ্রায় (প্রতি ডলার ১২০ টাকা হিসাবে) ২৮ হাজার ৮৫৬ কোটি টাকার বেশি। চলতি ২০২৪-২৫ অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে দেশে ১৯০ কোটি মার্কিন ডলারের রেমিট্যান্স আসে।

এছাড়া জুনে রেমিট্যান্স এসেছিল ২৫৪ কোটি ১৬ লাখ মার্কিন ডলার। তার আগের মাস মে মাসে আসে ২২৫ কোটি ৩৮ লাখ ডলার। এছাড়া এপ্রিলে ২০৪ কোটি ৪২ লাখ, মার্চে ১৯৯ কোটি ৭০ লাখ, ফেব্রুয়ারিতে ২১৬ কোটি ৪৫ লাখ এবং জানুয়ারিতে ২১১ কোটি ৩১ লাখ মার্কিন ডলার পাঠিয়েছিলেন প্রবাসী বাংলাদেশিরা।

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ