বিএনএ, স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপের আগেই আর্জেন্টিনা শিবিরে আরও এক ধাক্কা। এ বার ছিটকে গেলেন নিকোলাস গঞ্জালেস। তাঁর পরিবর্ত হিসেবে নেওয়া হল অ্যাঞ্জেল করেয়াকে। বৃহস্পতিবার কাতারে পৌঁছেছেন লিওনেল মেসিরা।
স্থানীয় সময় অনুযায়ী রাত ১০টা নাগাদ এল হতাশার খবর।
আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি যে আশঙ্কা করেছিলেন, সেটাই দিনের শেষে সত্যি হল। আর্জেন্টিনা ফুটবল সংস্থার পক্ষ থেকে সরকারিভাবেও নিকোলাসের ছিটকে যাওয়া এবং অ্যাঞ্জেল করেয়াকে স্কোয়াডে নেওয়ার বিষয়ে ঘোষণা হয়েছে। আশঙ্কা রয়েছে দলের আরও একজন ফুটবলারকে নিয়েও।
কাতারে আসার আগে আবুধাবিতে প্রস্তুতি সেরেছে আর্জেন্টিনা। আরব আমিরাতের বিরুদ্ধে একটি প্রস্তুতি ম্যাচও খেলেছে। অ্যাঞ্জেল ডি মারিয়ার জোড়া গোল, মেসিও গোল করেছিলেন সেই ম্যাচে। আর্জেন্টিনা জিতেছিল ৫-০ ব্য়বধানে। যদিও নামানো হয়নি নিকোলাস গঞ্জালেজকে। বৃহস্পতিবার কাতারে প্রথম দিনের অনুশীলনে চোট পান নিকোলাস। তাঁর পেশীতে চোট রয়েছে বলে জানানো হয়েছে।
কাতার বিশ্বকাপে আর্জেন্টিনার প্রথম ম্যাচ ২২ নভেম্বর। নিকোলাসের চোট এতটাই গুরুতর, তাঁর পরিবর্ত নেওয়া ছাড়া উপায় ছিল না।
বিএনএনিউজ/এইচ.এম।