34 C
আবহাওয়া
৬:২২ অপরাহ্ণ - মে ৩০, ২০২৪
Bnanews24.com
Home » চট্টগ্রামে করোনায় মৃত্যু ১

চট্টগ্রামে করোনায় মৃত্যু ১

চট্টগ্রামে করোনায় আক্রান্ত আরও ৫৩৯ জন

বিএনএ, চট্টগ্রাম : গত ২৪ ঘন্টায় চট্টগ্রামে আরও ৯ জনের করোনা শনাক্ত হয়েছে। এদিন নতুন করে একজনের মৃত্যু হয়ছে। বৃহস্পতিবার (১৮ নভেম্বর) চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, ১১টি ল্যাবে ১ হাজার ৪৩২টি নমুনা পরীক্ষায় ৯ জনের পজিটিভি আসে। শনাক্ত হওয়া ব্যক্তিদের মধ্যে ৬ জন নগরের ও ৩ জন উপজেলার বাসিন্দা। শনাক্তের হার শূন্য দশমিক ৬২ শতাংশ।

সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী জানান, গত ২৪ ঘণ্টায় ফৌজদারহাট বিআইটিআইডি ল্যাবে ৭ জন, চট্টগ্রাম মেডিকেল কলেজ ল্যাবে একজন এবং শেভরন ল্যাবে একজনের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়।

চট্টগ্রামে এখন পর্যন্ত ১ লাখ ২ হাজার ৩৩২ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। করোনায় আক্রান্ত হয়ে চট্টগ্রামে এ পর্যন্ত মোট ১ হাজার ৩২৯ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৭২৩ জন চট্টগ্রাম নগরের, বিভিন্ন উপজেলায় মৃত্যু হয়েছে ৬০৬ জনের।

বিএনএনিউজ/ এমএফ

Loading


শিরোনাম বিএনএ