14 C
আবহাওয়া
৯:২৪ পূর্বাহ্ণ - জানুয়ারি ২৩, ২০২৫
Bnanews24.com
Home » ধামরাইয়ে মাইক্রোবাসের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, নিহত ১

ধামরাইয়ে মাইক্রোবাসের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, নিহত ১


বিএনএ ডেস্ক :  ধামরাইয়ে মাইক্রোবাসে গ্যাস নেওয়ার সময় সিলিন্ডার বিস্ফোরণে চালক ফারুক হোসেন (৫০) নিহত হয়েছেন। শুক্রবার (১৮ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের পাশে এনএন সিএনজি অ্যান্ড রিফুয়েলিং স্টেশনে এ ঘটনা ঘটে। নিহত ফারুক ধামরাইয়ের নান্নার ইউনিয়নের ধাইরা এলাকার বাসিন্দা।

ধামরাই থানার পুলিশ পরিদর্শক (ওসি) মো. মোখলেছুর রহমান  এ তথ্য নিশ্চিত করেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, ফারুক নিজে গাড়ি চালিয়ে গ্যাস রিফিল করার জন্য ওই স্টেশনে যান। পরে গাড়ির সিলিন্ডারে গ্যাসের সংযোগ দেন স্টেশনের কর্মী। ফারুক হোসেন গাড়ির পেছনেই দাঁড়িয়ে ছিলেন। এসময় তার গাড়ির সিলিন্ডার বিস্ফোরণ হয়। এতে পেছনে দাঁড়িয়ে থাকা ফারুক আঘাত পেয়ে ঘটনাস্থলেই মারা যান।

ধামরাই থানার উপপরিদর্শক (এসআই) নাছির হোসেন বলেন, “সকালের দিকে গাড়িতে সিএনজি নেওয়ার সময় সিলিন্ডার বিস্ফোরণ হয়। এতে ঘটনাস্থলেই চালকের মৃত্যু হয়। এটি রিফুয়েলিং করার সময় অতিরিক্ত চাপে বিস্ফোরণ হয়।”

 

বিএনএ/ ওজি/হাসনা


শিরোনাম বিএনএ