28 C
আবহাওয়া
৮:৫৭ পূর্বাহ্ণ - এপ্রিল ১৯, ২০২৪
Bnanews24.com
Home » আমেরিকার সঙ্গে দ্বন্দ্বে সৌদি আরবকেই সমর্থন ওপেকভুক্ত দেশগুলোর

আমেরিকার সঙ্গে দ্বন্দ্বে সৌদি আরবকেই সমর্থন ওপেকভুক্ত দেশগুলোর


বিএনএ, বিশ্বডেস্ক : তেলের উৎপাদন কমানোর ঘটনায় সৌদি আরব এবং আমেরিকার মধ্যে সম্প্রতি যে দ্বন্দ্ব দেখা দিয়েছে তাতে সৌদি আরবের প্রতি সমর্থন জানিয়েছে ওপেক প্লাসের সদস্য দেশগুলো। তেলের উৎপাদন কমানোর ব্যাপারে সর্বসম্মত সিদ্ধান্ত হলেও আমেরিকা দাবি করছে সৌদি আরব অন্য দেশগুলোকে তেলের উৎপাদন কমাতে বাধ্য করেছে।

চলতি মাসের প্রথম দিকে ওপেক প্লাসের ২৩টি সদস্যদেশ নভেম্বর মাস থেকে প্রতিদিন বিশ লাখ ব্যারেল তেল কম উত্তোলন করার সিদ্ধান্ত নিয়েছে। আমেরিকা বলছে- এতে আন্তর্জাতিক বাজারে তেলের দাম ব্যাপকভাবে বেড়ে যাবে এবং রাশিয়াকে সমর্থন দিতেই মূলত সৌদি আরব এই পদক্ষেপ নিয়েছে।

আমেরিকার এই দাবির মুখে সৌদি আরব বলেছে, এই সিদ্ধান্ত নেয়া হয়েছে মূলত ওপেক প্লাসের আওতায় এবং রাশিয়ার সাথে জোট বাধার কোন বিষয় এখানে ছিল না। রিয়াদ সুনির্দিষ্টভাবে বলেছে, তারা তেলকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে না। সৌদি প্রতিরক্ষামন্ত্রী এবং রাজা সালমানের ছেলে যুবরাজ খালিদ বিন সালমান আমেরিকার বক্তব্যের জবাবে বলেছে, এই সিদ্ধান্ত ছিল সর্বসম্মত।

তার এই বক্তব্যের প্রতি সমর্থন জানিয়েছে ওপেক প্লাসের এর সদস্য দেশগুলো। তারা বলেছে, সম্পূর্ণ সর্বসম্মত সিদ্ধান্তের ভিত্তিতে ওপেক প্লাসের সদস্য দেশগুলো তেলের বাজার ব্যবস্থাপনার বিষয়ে এই সিদ্ধান্ত নিয়েছে। ইরাক এবং সংযুক্ত আরব আমিরাত দৃঢ়তার সাথে সৌদি আরবকে সমর্থন জানিয়েছে।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ