26 C
আবহাওয়া
৩:৩৯ পূর্বাহ্ণ - মে ৩, ২০২৪
Bnanews24.com
Home » পাটের বস্তায় চাল বিক্রি না করায় জরিমানা

পাটের বস্তায় চাল বিক্রি না করায় জরিমানা

উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিল্টন বিশ্বাস

বিএনএ,সাতকানিয়া(চট্টগ্রাম): চট্টগ্রামের সাতকানিয়ায় পাটের বস্তায় চাল বিক্রি না করায় চার ব্যবসায়ীকে ১৮ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার(১৮ সেপ্টেম্বর২০২৩) সকালে পৌরসভার ডলুব্রিজ এলাকায় অভিযান চালিয়ে এই জরিমানা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিল্টন বিশ্বাস। এসময় সঙ্গে ছিলেন পাট ইন্সপেক্টর বাবুল চন্দ্র দাশ।

জরিমানা করা প্রতিষ্ঠান চারটি হলো— জসিম এন্ড ব্রাদার্স, মেসার্স আমানত ট্রেডার্স, নুরুল ইসলাম এবং ইবনে আমিন। এদের মধ্যে জসিম এন্ড ব্রাদার্স, আমানত ট্রেডার্স ও ইবনে আমিনকে ৫ হাজার করে ১৫ হাজার টাকা এবং নুরুল ইসলামকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার মিল্টন বিশ্বাস বলেন, ‘পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন, ২০১০’ অনুযায়ী প্রতিষ্ঠান চারটিকে ১৮ হাজার টাকা জরিমানা করে সতর্ক করা হয়েছে।

বিএনএনিউজ২৪, এসএমএনকে, এসজিএন/এইচএ মুন্নী

Loading


শিরোনাম বিএনএ