19 C
আবহাওয়া
১:৪৬ পূর্বাহ্ণ - ডিসেম্বর ২৯, ২০২৪
Bnanews24.com
Home » কুমিল্লায় বাসের চাপায় অটোরিক্সার ৪ যাত্রী নিহত

কুমিল্লায় বাসের চাপায় অটোরিক্সার ৪ যাত্রী নিহত

দুর্ঘটনা

বিএনএ, কুমিল্লা : কুমিল্লার মনোহরগঞ্জে বাসের চাপায় সিএনজি অটোরিক্সার ৪ জন যাত্রী নিহত হয়েছেন। শনিবার (১৮ সেপ্টম্বর) বেলা পৌনে ১১টার দিকে কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের মনোহরগঞ্জ উপজেলার নাথেরপেটুয়া পুরাতন বাজারে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের সবাই সিএনজি যাত্রী। আহত হয় শিশুসহ আরও ৩জন।

কুমিল্লার সহকারী পুলিশ সুপার (লাকসাম সার্কেল) মো. মুহিতুল ইসলাম জানান, নোয়াখালী থেকে ছেড়ে আসা ঢাকাগামী হিমাচল পরিবহনের একটি বাসের সাথে বিপরীত দিক থেকে আসা নোয়াখালী অভিমুখী একটি সিএনজির মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় বাস চাপায় সিএনজির ৩ যাত্রী ঘটনাস্থলে, অপরজন হাসপাতালে নেয়ার পথে মারা যান।

তবে তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানাতে পারেনি পুলিশ। নিহতদের মরদেহ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

বিএনএনিউজ২৪.কম/এইচ.এম,জিএন।

 

Loading


শিরোনাম বিএনএ