16 C
আবহাওয়া
১১:৩৩ পূর্বাহ্ণ - ডিসেম্বর ২০, ২০২৪
Bnanews24.com
Home » মস্কোয় ইউক্রেনের ড্রোন হামলা

মস্কোয় ইউক্রেনের ড্রোন হামলা


বিএনএ, ডেস্ক : মস্কোয় ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এটি  মস্কোর একটি ভবনে আঘাত করেছে। শুক্রবার ভোরের দিকে এ হামলা চালানো হয়। মেয়র সের্গেই সোবিয়ানিন বলেছেন,  বিমান প্রতিরক্ষা ড্রোনটিকে গুলি করে ভূপাতিত করেছে। রাশিয়ার রাজধানীতে এটি  সর্বশেষ হামলা । তবে প্রাথমিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

সোশ্যাল মিডিয়াযর  ফুটেজে দেখা যায়,  মস্কোর  আকাশে ঘন ধূসর ধোঁয়া উড়ছে। মিঃ সোবিয়ানিন বলেছেন ড্রোনটি ভবনের “কোন উল্লেখযোগ্য ক্ষতি” করেনি।

এ ঘটনার পর মস্কোর ভনুকোভো বিমানবন্দর বন্ধ করে দেওয়া হয়েছে।  কিছুক্ষণ পরে আবার তা  চালু করা হয়।

গত  ৩০ ও  ৩১ জুলাই দুটি পৃথক ড্রোন এক্সপো সেন্টার(যে বিল্ডিং এ আঘাত হানে) থেকে মাত্র কয়েকশ মিটার দূরে একটি আকাশচুম্বী ভবনের কাচের সম্মুখে বিধ্বস্ত হয়।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সেই সময় বলেছিলেন,  যুদ্ধ “রাশিয়ার ভূখণ্ডে ফিরে আসছে” এবং এটি একটি অনিবার্য, স্বাভাবিক এবং একেবারে ন্যায্য প্রক্রিয়া।

বিবিসি থেকে অনূদিত 

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ