19.5 C
আবহাওয়া
৬:১১ পূর্বাহ্ণ - নভেম্বর ২৫, ২০২৪
Bnanews24.com
Home » ময়মনসিংহে পিকনিকের নৌকা ডুবি : চিকিৎসকসহ নিখোঁজ ২

ময়মনসিংহে পিকনিকের নৌকা ডুবি : চিকিৎসকসহ নিখোঁজ ২

নৌকা ডুবি

বিএনএ, ময়মনসিংহ : ময়মনসিংহের ভালুকায় নৌকা ডুবিতে চিকিৎসকসহ দুইজন নিখোঁজ রয়েছেন।

তাদের উদ্ধারে কাজ চলছে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সালমা খাতুন।

নিখোঁজ ব্যক্তিরা হলেন ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডা. অমিত কুমার রায় ও তানভীর নামে এক ডেকোরেটর কর্মী।

চিকিৎসকদের বরাত দিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা সালমা খাতুন বলেন, মঙ্গলবার (১৭ আগস্ট) রাত সাড়ে ৮ টার দিকে উপজেলার রাজৈ ইউনিয়নের উরাহাটি গ্রামের ফকির বাড়ি মোড় ত্রিমোহনী সংলগ্ন খিরু নদীতে নৌকা ডুবির ঘটনা ঘটে।

তিনি আরও বলেন, সকালে প্রায় ২০ জনের একটি চিকিৎসক টিম নৌকা ভ্রমনের জন্য বের হয়। পিকনিক শেষে ফেরার পথে একটি বালুর ট্রলারে সাথে ধাক্কা লেগে পিকনিকের নৌকাটি ডুবে যায়। বাকিরা স্থানীয়দের সহায়তায় ও সাঁতরিয়ে পাড়ে উঠতে পারলেও ডা. অমিত রায় ও তানভীর নামের এক যুবক নিখোঁজ রয়েছে।

এ ঘটনায় হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. মেহেদি হান্নান ও মেডিকেল অফিসার ডা. হাসিন আহত হন। গুরুতর আহত অবস্থায় ডা. হাসিনকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

ভালুকা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আল মামুন বলেন, রাত সাড়ে ৯টা থেকে উদ্ধার অভিযান চলছে। উদ্ধার অভিযান শেষ না হওয়া পর্যন্ত কিছু বলা যাচ্ছে না।

 

বিএনএনিউজ/হামিমুর রহমান /এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ