16 C
আবহাওয়া
৬:৫৪ পূর্বাহ্ণ - ডিসেম্বর ১৯, ২০২৪
Bnanews24.com
Home » চট্টগ্রামে ডেঙ্গুতে শিশুসহ দুইজনের মৃত্যু, আক্রান্ত ১০১

চট্টগ্রামে ডেঙ্গুতে শিশুসহ দুইজনের মৃত্যু, আক্রান্ত ১০১

চট্টগ্রামে ডেঙ্গুতে শিশুসহ দুইজনের মৃত্যু, আক্রান্ত ১০১

বিএনএ, চট্টগ্রাম: ডেঙ্গু আক্রান্ত হয়ে চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ১০ মাসের শিশুসহ দুইজনের মৃত্যু হয়েছে। ১০১ জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে।

মঙ্গলবার (১৮ জুলাই) চট্টগ্রাম জেলা সিভিল সার্জন অফিসের প্রকাশিত প্রতিবেদনে এসব তথ্য জানা যায়।

রাজশ্রী ধর চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বটতলী ইউনিয়নের রুস্তমহাট গ্রামের বাসিন্দা রাজীব ধরের মেয়ে। রাজীব পেশায় স্বর্ণকার। তার সাত বছরের এক ছেলে আছে। স্ত্রী-সন্তান নিয়ে গ্রামেই থাকেন।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া দুইজনের মধ্যে একজন শিশু রাজশ্রী ধর। গত শনিবার শিশুটিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়। সোমবার ওই শিশু মারা যায়।

অপরদিকে একইদিন চমেক হাসপাতালে চন্দনাইশ উপজেলার জোয়ারা ইউনিয়নের দক্ষিণ জোয়ারা গ্রামের বাসিন্দা এলিনা হক (৩৫) নামে আরেক নারী মারা যান। তাকে সোমবার সকালে ভর্তি করা হলেও রাতে তিনি মারা যান বলে সিভিল সার্জন অফিস জানিয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, শনাক্তদের মধ্যে ৬৬ জন সরকারি হাসপাতালে এবং ৩৫ জন বেসরকারি ক্লিনিক ও হাসপাতালে শনাক্ত হয়েছেন। চলতি জুলাই মাসে এ পর্যন্ত ডেঙ্গুতে ১১ জনের মৃত্যু হয়।

ডেঙ্গুতে গত জানুয়ারি থেকে এ বছর মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২০ জনে। ডেঙ্গু আক্রান্ত হয়েছে ১ হাজার ৫৬৫ জন। আক্রান্তদের মধ্যে বর্তমানে চট্টগ্রামের সরকারি-বেসরকারি হাসপাতালে ২৩০ জন রোগী চিকিৎসা নিচ্ছেন। অবশিষ্ট ১ হাজার ৩৩৫ জন সুস্থ হয়ে ফিরে গেছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

বিএনএনিউজ/বিএম/ হাসনাহেনা

Loading


শিরোনাম বিএনএ