33 C
আবহাওয়া
১২:৩৩ অপরাহ্ণ - অক্টোবর ১, ২০২৩
Bnanews24.com
Home » ২৫ মে’র দাখিল পরীক্ষা স্থগিত

২৫ মে’র দাখিল পরীক্ষা স্থগিত


বিএনএ, ঢাকা: বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের চলমান দাখিল পরীক্ষার আগামী ২৫ মে’র পরীক্ষাটি স্থগিত করেছে মাদ্রাসা শিক্ষা বোর্ড। সেই সাথে এই পরীক্ষা আগামী ২৮ মে অনুষ্ঠিত হবে বলে ঘোষণা করা হয়েছে। একই সাথে এর আগে ১৪ মে ঘূর্ণিঝড়ে স্থগিত হওয়া পরীক্ষার নতুন তারিখ দিয়েছে মাদ্রাসা বোর্ড।

বৃহস্পতিবার (১৮ মে) মাদরাসা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মো. কামাল উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অনিবার্য কারণে ২০২৩ সালের দাখিল পরীক্ষার বৃহস্পতিবারের অনুষ্ঠিতব্য উচ্চতর গণিত (তত্ত্বীয়) বিষয়ের (বিষয় কোড-১১৫) পরীক্ষা একযোগে দেশের সকল কেন্দ্রে স্থগিত করা হলো। এছাড়া পূর্বে স্থগিতকৃত ১৪ মে এর স্থগিত হওয়া পরীক্ষা আগামী ২৭ মে শনিবার এবং ২৫ মে এর স্থগিত হওয়া পরীক্ষা ২৮ মে রোববার অনুষ্ঠিত হবে৷ প্রতিদিন সকাল ১০ টা থেকে ১ টা পর্যন্ত এ পরীক্ষা অনুষ্ঠিত হবে৷

বিএনএ/এমএফ

Total Viewed and Shared : 1162 


শিরোনাম বিএনএ