22 C
আবহাওয়া
৪:৩২ অপরাহ্ণ - জানুয়ারি ৯, ২০২৫
Bnanews24.com
Home » চট্টগ্রামে ছিনতাইকারী চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

চট্টগ্রামে ছিনতাইকারী চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

চট্টগ্রামে ছিনতাইকারী চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

বিএনএ, চট্টগ্রাম : চট্টগ্রামে ছিনতাইকারী চক্রের ৩ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার ( ১৮ মে) খুলশী থানাধীন জিইসির মোড় এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ছিনতাই কাজে ব্যবহৃত একটি সিএনজি অটোরিকশা, টিপছোরা, লাঠি, রশি ও গামছা।

গ্রেপ্তারকৃতরা হলেন- মো. রিয়াদ হোসেন (২৭), মো. সোহাগ (২৭) এবংওসমান গনি (২৫)। তারা খুলশীর ঝাউতলা জাবেদ নামে এক ব্যক্তির কলোনীতে ভাড়া বাসায় থাকেন। তাদের বিরুদ্ধে খুলশী ও পাঁচলাইশ থানায় একাধিক চুরি ও ছিনতাইয়ের মামলা রয়েছে।

খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা-ওসি মো. শাহিনুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ছিনতাইকারী চক্রের ৩ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। আজ আরও একটি নিয়মিত দায়ের করা হয়েছে।

বিএনএনিউজ২৪/আমিন

Loading


শিরোনাম বিএনএ