15 C
আবহাওয়া
১০:০২ পূর্বাহ্ণ - জানুয়ারি ২৭, ২০২৫
Bnanews24.com
Home » রোজিনার পরিবারের পালটা মামলা করার সিদ্ধান্ত

রোজিনার পরিবারের পালটা মামলা করার সিদ্ধান্ত


বিএনএ, ঢাকা : সাংবাদিক রোজিনা ইসলামকে হেনস্তার অভিযোগে জড়িতদের বিরুদ্ধে পাল্টা মামলা করার কথা জানিয়েছে তার পরিবার।

মঙ্গলবার সকালে রোজিনা ইসলামের স্বামী মনিরুল ইসলাম মিঠু সাংবাদিকদের এ কথা জানান।

মনিরুল ইসলাম মিঠু বলেন, অতিরিক্ত সচিব কাজী জেবুন্নেসা বেগম, সহকারী সচিব জাকিয়া পারভীন, পুলিশ কনস্টেবল মিজানসহ যারা জড়িত ছিলেন তাদের নামে মামলা করা হবে।

মন্ত্রণালয়ের করা মামলায় বলা হয়, বেলা ২টা ৫৫ মিনিটে রোজিনা ইসলাম স্বাস্থ্যসেবা বিভাগে সচিবের একান্ত সচিবের দপ্তরে ঢোকেন। তখন একান্ত সচিব দাপ্তরিক কাজে সচিবের কক্ষে অবস্থান করছিলেন। সে সময় রোজিনা ইসলাম দাপ্তরিক গুরুত্বপূর্ণ কাগজপত্র শরীরের বিভিন্ন স্থানে লুকানোর পাশাপাশি মোবাইল ফোনের মাধ্যমে ছবি তোলেন।

এই ঘটনার প্রতিবাদে সাংবাদিকেরা বিকেলে সচিবালয়ে এবং রাতে শাহবাগ থানার সামনে বিক্ষোভ করেন।
বিএনএনিউজ/জেবি

Loading


শিরোনাম বিএনএ