বিএনএ, কক্সবাজার: কক্সবাজারের চকরিয়ায় বাস ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে চালকসহ দুজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) দিনগত রাতে মহাসড়কের বানিয়ারছড়া ময়লাডিপো এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, চকরিয়া পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের সাবেত পাড়ার মনোয়ার আলমের ছেলে সিএনজিচালক শহীদুল ইসলাম সোহেল (২৭) ও একই এলাকার মাওলানা জামাল হোছাইনের ছেলে নুরু উল্লাহ (২৫)।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সন্ধ্যা ৬টার দিকে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের বানিয়াছড়ার ময়লাডিপো এলাকায় কক্সবাজারমুখি এসআই এন্টারপ্রাইজ পরিবহনের একটি বাস ও চট্টগ্রামমুখী সিএনজির মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় সিএনজিটি বাসের সামনের অংশে ঢুকে দুমড়ে-মুচড়ে চালক-যাত্রীরা আটকে যায়।
চিরিঙ্গা হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল আমিন জানান, বাস-সিএনজির সংঘর্ষের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যায় পুলিশ। বাসের সামনের অংশে আটকে দুমড়ে-মুচড়ে যাওয়া সিএনজি আলাদা করে দুজনকে ঘটনাস্থলে মৃত অবস্থায় পাওয়া যায়। এদের মাঝে সোহেল সিএনজিচালক আর নুরু উল্লাহ যাত্রী ছিলেন। গাড়ি দুটি ঘটনাস্থল থেকে জব্দ করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
বিএনএনিউজ/ বিএম