বিএনএ, বিশ্বডেস্ক: সুদানে লড়াইরত সেনাবাহিনী ও আধাসামরিক বাহিনীর উভয় পক্ষই ২৪ ঘণ্টার অস্ত্রবিরতিতে সম্মত হয়েছে। মঙ্গলবার (১৮ এপ্রিল) সন্ধ্যা ৬টা (বাংলাদেশ সময় রাত ১০টা) থেকে এই অস্ত্রবিরতি কার্যকর হবে। তবে এই অস্ত্রবিরতিকে কতটুকু সম্মান দেখানো হবে সেটাই এখন দেখার ব্যাপার।
আল জাজিরা বলছে, জেনারেল শামস-আল দিন কাবাশি আল আরবিয়া টিভিকে বলেন, সেনাবাহিনী ২৪ ঘণ্টার অস্ত্রবিরতিতে রাজি হয়েছে। সন্ধ্যা ৬টা থেকে অস্ত্রবিরতি শুরু হবে।
সুদানের সেনাবাহিনী অস্ত্রবিরতির প্রস্তাব জানার বিষয়টি অস্বীকার করার ঘণ্টাখানেক পর তিনি এই ঘোষণা দেন।
জেনারেল বলেন, প্রতিবেশী দুটি দেশ আর র্যাপিড সাপোর্ট ফোর্সেসকে (আরএসএফ) সাহায্য দেওয়ার চেষ্টা করছে। তবে তিনি দেশ দুটির নাম বলেননি।
তবে র্যাপিড সাপোর্ট ফোর্স তথা আরএসএফ প্রধান সুদানের সেনাবাহিনীর অস্ত্রবিরতি পালনের মনোভব নিয়ে সন্দেহ প্রকাশ করেন। তিনি বলেন, ‘শহরে তাদের যুদ্ধবিমানের ব্যবহার আন্তর্জাতিক মানবাধিকার আইনের ঘোর লঙ্ঘন।’ মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ব্লিনকেনের সঙ্গে তিনি আলোচনা অব্যাহত রাখারও ঘোষণা দেন।
বিএনএ/এমএফ