বিএনএ, চট্টগ্রাম: চট্টগ্রামের রাউজানে কাতার প্রবাসী এক ব্যক্তির বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। ভুক্তভোগী পরিবারের দাবি, চাঁদা না দেওয়ায় বাড়িতে হামলা চালানো হয়। গত ১৫ ও ১৬ মার্চ রাতে উপজেলার পশ্চিম গুজরা ইউনিয়ন ১নং ওয়ার্ডের ডাক্তার অলি আহম্মেদ বাড়ীর প্রবাসী বখতিয়ার হোসেনের বাড়িতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী রহিমা আক্তার ২২ জনের নাম উল্লেখ করে রাউজান থানায় একটি অভিযোগ ও দিয়েছেন।
অভিযোগপত্রে দেখা যায়, মো. মুনিরুল্লাহ, মো. বোরহান, মো. শাহাদাত হোসেনসহ ২০/২২ জন লোক গত ১৫ মার্চ (শনিবার) রাতে রহিমা বেগমের বসত বাড়িতে এসে চাঁদা দাবি এবং অন্যত্র চলে যাওয়ার হুমকি দিয়ে যায়। পরে তারা না গেলে ১৬ মার্চ ( রোববার) ঐ ব্যক্তিরা এসে তাদের বসত বাড়ি ভাংচুর এবং একজনকে মারধর করে। সরেজমিন হামলা ও ভাংচুরের আলামত পাওয়া গেছে।
এ ব্যপারে রহিমা আক্তার বলেন, গ্রামের একদল সন্ত্রাসী তাঁর কাছে কিছুদিন ধরে চাঁদা দাবি করে আসছে। চাঁদা না দেওয়ায় হামলা চালানো হয়েছে।
তিনি আরও বলেন, আমরা নিরাপত্তাহীনতার মধ্যে আছি। তাই রাউজান থানায় অভিযোগ দিয়েছি।
এ ব্যপারে অভিযুক্ত মো. বোরহান বলেন, তিনি এরকম কোন ঘটনার সাথে জড়িত নয়। তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে বলে জানান তিনি।
রাউজান মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) মনিরুল ইসলাম ভূঁইয়া বলেন, অভিযোগটি খোঁজ করে ঘটনার সত্যতা যাচাই-বাছাই করে ব্যবস্থা নেওয়া হবে।
বিএনএনিউজ/ নাবিদ/ বিএম