24 C
আবহাওয়া
৯:০৪ অপরাহ্ণ - নভেম্বর ২২, ২০২৪
Bnanews24.com
Home » ডাচ বাংলা ব্যাংকের টাকা লুটের পরিকল্পনাকারী সোহেল রানা গ্রেপ্তার

ডাচ বাংলা ব্যাংকের টাকা লুটের পরিকল্পনাকারী সোহেল রানা গ্রেপ্তার

ডাচ বাংলা ব্যাংকের টাকা

বিএনএ: ডাচ বাংলা ব্যাংকের টাকা ডাকাতির ঘটনায় আরেক মূল পরিকল্পনাকারী সোহেল রানাকে গ্রেপ্তার করা হয়েছে।

শনিবার (১৮ মার্চ) পুলিশের অতিরিক্ত কমিশনার ও ডিএমপির ডিবি প্রধান হারুন অর রশীদ এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, সাভারের হেমায়েতপুর থেকে শুক্রবার (১৭ মার্চ) রাতে সোহেল রানাকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ।

ডিবি প্রধান জানান, তার কাছ থেকে ৮৭ লাখ ৫০ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। এছাড়া ডাকাতির টাকায় কেনা ১টি নোহা গাড়ী জব্দ করা হয়েছে। ডাকাতির ঘটনায় এ পর্যন্ত উদ্ধার করা হয়েছে মোট উদ্ধার ৮ কোটি, ১০ লাখ টাকা।

হারুন অর রশীদ জানান, সোহেল রানা এক সময় মানি প্ল্যান্ট এ চাকরি করতেন। চালক হিসেবে কাজ করতেন তিনি। তার কাছে নকল চাবি ছিলো।

ডাচ বাংলা ব্যাংকের টাকা লুটের ঘটনায় ৭ ডাকাত জড়িত থাকার কথা স্বীকার করে জবানবন্দি দিয়েছে। এ পর্যন্ত ১২ জনকে গ্রেফতার করা হয়েছে। ডিবি জানায়, ডাকাতির টাকা তারা বিভিন্ন কাজে ব্যয় করতেন। তবে এই ডাকাতদের দ্রুত গ্রেফতার করায় নগদ টাকা উদ্ধার করা সম্ভব হয়েছে। এ ঘটনায় আরও একজনের নাম পাওয়া গেছে, তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

বিএনএনিউজ/এ আর

Loading


শিরোনাম বিএনএ