22 C
আবহাওয়া
১২:৪৭ পূর্বাহ্ণ - নভেম্বর ২৪, ২০২৪
Bnanews24.com
Home » কুবিতে ছাত্রদল নেতাকে মারধর

কুবিতে ছাত্রদল নেতাকে মারধর

বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি ক্ষুণ্ন করেও শৃঙ্খলা কমিটিতে কুবি শিক্ষক

বিএনএ, কুমিল্লা : কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) শাখা ছাত্রলীগের নেতাকর্মীদের হাতে এক স্থানীয় ছাত্রদল নেতা মারধরের শিকার হয়েছেন। বৃহস্পতিবার (১৭ মার্চ) রাত সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের ডাচ বাংলা ব্যাংক এটিএম বুথের সামনে এ মারধরের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, এটিএম বুথ সংলগ্ন দোকানের পাশে ফয়সাল ডেকোরেশনের বাঁশের উপর প্রস্রাব করেন শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হল শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. এনায়েত উল্লাহ। এসময় ছাত্রদল নেতা রনি মজুমদার প্রস্রাব করতে নিষেধ করেন। এ নিয়ে দুইপক্ষের মধ্যে কথা কাটাকাটি শুরু হলে এক পর্যায়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল শাখা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক খাইরুল বাশার সাকিব ও ইমতিয়াজ শাহরিয়ারসহ কয়েকজন মারধর শুরু করেন। মারধরের একপর্যায়ে রনি মজুমদারের নাক ফেঁটে রক্ত বের হতে থাকে। পরে তাকে স্থানীয় একটি ফার্মেসিতে প্রাথমিক চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। মারধরের শিকার রনি মজুমদার কুমিল্লা মহানগরের ২৪ ওয়ার্ডের ছাত্রদল নেতা।

রনি মজুমদার বলেন, আমি ফয়সাল ডেকোরেশনের বাঁশের উপর প্রস্রাব কেন করেছে জানতে চাই। পরে এখানে প্রস্রাব করতে নিষেধ করি। এসময় তারা আমার সাথে কথা-কাটাকাটি করে। এক পর্যায়ে আমাকে তারা মারধর করে।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে ছাত্রলীগ নেতা এনায়েত উল্লাহ বলেন, ছাত্রদল নেতা রনি মজুমদার হঠাৎ করে এসেই খারাপ ব্যবহার শুরু করেন। এসময় এর প্রতিবাদ করলে কথা-কাটাকাটির এক পর্যায়ে আমাদেরকে ক্যাম্পাস গেইটে দেখে নেয়ার হুমকি দেন এবং বাঁশ নিয়ে আমাদের মারতে আসেন। রাজনৈতিক শত্রুতার কারণে এমন হতে পারে।

এ বিষয়ে শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. রেজাউল ইসলাম মাজেদ বলেন, বিষয়টি অনাকাঙ্ক্ষিত। আমি দু’পক্ষের সাথে কথা বলে এর সুষ্ঠু সমাধান করব।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. কাজী মোহাম্মদ কামাল উদ্দীন বলেন, বিষয়টি দুঃখজনক। রবিবার এসে এলাকাবাসীর সাথে কথা বলে বিষয়টি মীমাংসা করবো।

বিএনএনিউজ/ হাবিবুর রহমান হাবিব/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ