17 C
আবহাওয়া
৬:৫৫ পূর্বাহ্ণ - জানুয়ারি ২৫, ২০২৫
Bnanews24.com
Home » ঢামেকে আগুন, ৩ জনের মৃত্যু

ঢামেকে আগুন, ৩ জনের মৃত্যু


বিএনএ ডেস্ক:ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে (ঢামেক) করোনা ইউনিটে অগ্নিকাণ্ড ঘটেছে। এ ঘটনায় ৩ জনের মৃত্যু হয়েছে।

বুধবার (১৭ মার্চ) সকাল সোয়া ৮ টার দিকে নতুন ভবনের করোনা ইউনিটে এ অগ্নিকাণ্ড ঘটে।

অগ্নিকাণ্ডের কিছুক্ষণের মধ্যেই বিভিন্ন ওয়ার্ডে ধোঁয়া ছড়িয়ে পড়ে। ভেতরে থাকা অর্ধ শতাধিক রোগীকে নিরাপদে স্থানে সরিয়ে নেওয়ার সময় ৩ জনের মৃত্যু হয়। তারা করোনা ইউনিটের আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন। এরা হলেন, রাজধানীর দক্ষিণখানের বাসিন্দা কাজী গোলাম মোস্তফা (৬৩), মানিকগঞ্জ সদর থেকে আসা আব্দুস সাত্তার মিয়ার ছেলে আব্দুল্লাহ আল মাহমুদ (৪৮) এবং দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার কিশোর চন্দ্র রায় (৬৮)।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার কামরুল ইসলাম বলেন, ‘ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। সকাল ৮ টা ৫৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। অগ্নিকাণ্ডের কারণ জানতে তদন্ত কমিটি গঠন করা হয়েছে।’

হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাজমুল হক বলেন, ‘অগ্নিকাণ্ডের কারণ জানতে আমরা তদন্ত কমিটি গঠন করেছি।’

Loading


শিরোনাম বিএনএ