বিএনএ, বিশ্বডেস্ক : অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ধ্বংসস্তূপের ভেতর থেকে আরও ৯ ফিলিস্তিনির মরদেহ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা ৪৮ হাজার ছাড়িয়েছে।
মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) বার্তা সংস্থা আনাদোলু এক প্রতিবেদনে এ তথ্য জানায়।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালায়ের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, ফিলিস্তিনি স্বাস্থ্যকর্মী ও উদ্ধারকর্মীরা গাজার ধ্বংসস্তূপের নিচে থেকে আরও ৯ জনের মরদেহ উদ্ধার করেছেন। আহত ১৬ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় বর্বর হামলা চালিয়ে এখন পর্যন্ত ৪৮ হাজার ২৮৪ জন ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েল। হামলায় আহত হয়েছেন ১ লাখ ১২ হাজার মানুষ।
বিএনএনিউজ/এইচ.এম।/শাম্মী