26 C
আবহাওয়া
৬:১০ পূর্বাহ্ণ - মে ৩, ২০২৪
Bnanews24.com
Home » ময়মনসিংহে চোরাই ১০ গরুসহ যুবক গ্রেপ্তার

ময়মনসিংহে চোরাই ১০ গরুসহ যুবক গ্রেপ্তার


বিএনএ, ময়মনসিংহ : ময়মনসিংহে চোরাই ১০ গরুসহ জীবন মিয়া (৪০) নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় একটি ট্রাক জব্দ করে পুলিশ।

গ্রেপ্তারকৃত জীবন মিয়া নগরীর কাঠগোলা এলাকার নুরুল ইসলামের ছেলে।

শুক্রবার (১৭ ফেব্রুয়ারী) সন্ধায় কোতোয়ালী মডেল থানা কার্যালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

কোতোয়ালী মডেল থানার উপ-পরিদর্শক মো. হারুনুর রশিদ বলেন, রাতো ডিউটি করছিলাম,  ভোররাতে খবর আসে জামালপুর থেকে চোরাই গরু বোঝাই একটি ট্রাক ময়মনসিংহে আসছে। এমন সংবাদ পেয়ে নগরীর কাঁচিঝুলি এলাকায় ওই ট্রাক থামানোর জন্য সঙ্কেত দিলে চোর চক্রের অন্তত ৭ থেকে ৮ জন সদস্য পালিয়ে যায়। এসময় ওই ট্রাকে তল্লাশি চালিয়ে ১০ টি গরু উদ্ধার করা হয়। জীবন মিয়াকে গ্রেপ্তার করা হয়।

কোতোয়ালী মডেল থানার ওসি (তদন্ত) ফারুক হোসেন বলেন, গ্রেপ্তারকৃত জীবন প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করে যে, সে দেশের বিভিন্ন জেলা থেকে গরু চুরি করা গরু নিজের কাছে রাখতেন এবং বিক্রি করতেন। জব্দ হওয়া ১০ টি গরু জামালপুর জেলার মেলান্দহ ও মাদারগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকা থেকে চুরির পর ট্রাকে করে নেত্রকোনায় পাঠানো হচ্ছিল।

এই ঘটনায় পুলিশ বাদী হয়ে কোতোয়ালী মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তারকৃত জীবনকে আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ