31 C
আবহাওয়া
১১:১৭ অপরাহ্ণ - এপ্রিল ২৩, ২০২৪
Bnanews24.com
Home » যুক্তরাষ্ট্রের লিন সিটির উপদেষ্টা হলেন তানভীর মুরাদ

যুক্তরাষ্ট্রের লিন সিটির উপদেষ্টা হলেন তানভীর মুরাদ


বিএনএ, নোবিপ্রবি প্রতিনিধি :যুক্তরাষ্ট্রের লিন সিটি হলের উপদেষ্টা হিসেবে নিয়োগ পেলেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের(নোবিপ্রবি) ফার্মেসি বিভাগের সাবেক শিক্ষার্থী ও বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব নিউ ইংল্যান্ড এর সাধারণ সম্পাদক তানভীর মুরাদ। তিনি সিটি হলে নিয়োগপ্রাপ্ত ম্যাসাচুসেটস রাজ্যের প্রথম বাংলাদেশি।

জানা গেছে, বাংলাদেশিরা লিন শহরের সবচেয়ে বড় অভিবাসী গোষ্ঠীর একটি। শহরটির মেয়র জ্যারেড নিকলসন তানভীর মুরাদকে সিটিজেন অ্যাডভাইজরি বোর্ডে নিয়োগ দিয়েছেন। নিয়োগ পাওয়ার পর গত মঙ্গলবার তিনি প্রথম সিটি হলের সভায় অংশ নেন।

এদিকে তানভীর লিন সিটি হলের উপদেষ্টা হিসেবে নিয়োগ পাওয়ায় বেশ উচ্ছ্বসিত ম্যাসাচুসেটসে বসবাসরত বাংলাদেশিরা। বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব নিউ ইংল্যান্ডের সাবেক সভাপতি আসিফ চৌধুরী বলেন, ‘আমরা আশা করি তানভীর বাংলাদেশি কমিউনিটি এবং সিটি হলের মধ্যে সেতুর মত কাজ করবেন। তার বিশাল তরুণ শুভাকাঙ্ক্ষী গ্রুপ এবং স্বেচ্ছাসেবক রয়েছে। সমাজের উন্নয়নে তিনি এখন আরও নিষ্ঠার সাথে কাজ করতে পারবেন। একজন উপদেষ্টা হিসেবে তাকে শহরের ক্রীড়া তহবিল, যুব তহবিল, ছোট ব্যবসার মালিক ও শহরের বিভিন্ন কাজ প্রচারে সহায়তা, টিকাদান, করোনা সংক্রমণ রোধসহ বিভিন্ন বিষয়ে কাজ করতে হবে। এটা সকল বাংলাদেশীর জন্য গর্বের যে আমরা যুক্তরাষ্ট্রের একটি সিটি হলে একজন বাংলাদেশিকে উপদেষ্টা পেলাম।’

বোস্টন ইয়ংস্টার্সের পরিচালক সালাউদ্দিন খান সৈকত বলেন, ‘তানভীর জনপ্রিয় সামাজিক সংগঠক এবং ম্যাসাচুসেটসে সুপরিচিত তরুণ নেতা। বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব নিউ ইংল্যান্ডের সর্বকনিষ্ঠ নির্বাচিত সাধারণ সম্পাদক তিনি। বিগত কয়েক বছর ধরে তিনি এখানে বাংলাদেশি কমিউনিটির মানুষজনকে বাসস্থান, চাকরি, স্কুল, বিশ্ববিদ্যালয় খুঁজে পেতে সহযোগিতা করেন। মার্কিন যুক্তরাষ্ট্রের গত ফেডারেল নির্বাচনে সক্রিয়ভাবে স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করেন তিনি। তার সেসব কাজ এবং অভিজ্ঞতা তাকে লিন সিটি হলের একজন উপদেষ্টা করে তুলেছে।’

তানভীর মুরাদ বলেন, ‘উপদেষ্টা হিসেবে নিয়োগ পাওয়ার পেছনে যাদের অবদান রয়েছে তাদের সবাইকে আমি ধন্যবাদ জানাই। শুভাকাঙ্ক্ষীরা সবসময় আমাকে সাপোর্ট দিয়েছে। বাংলাদেশী কমিউনিটি এবং লিন সিটি হলের সুসম্পর্ক বৃদ্ধি করার পাশাপাশি আমি আমার দায়িত্ব যথাযথভাবে পালনের সর্বোচ্চ চেষ্টা করব। সবার দোয়া ও সহযোগিতা চাই।’

উল্লেখ্য, বাংলাদেশ থেকে পড়াশোনা শেষ করে ২০১৪ সালে উচ্চশিক্ষার জন্য যুক্তরাষ্ট্রে পাড়ি জমান তানভীর মুরাদ। যুক্তরাষ্ট্রের ক্যামব্রিজ কলেজ থেকে তিনি এমবিএ এবং  নিউ হ্যাম্পশায়ার ইউনিভার্সিটি থেকে ইনফরমেশন টেকনোলজিতে স্নাতকোত্তর সম্পন্ন করে বর্তমানে তিনি ডক্টরেট ডিগ্রির জন্য প্রস্তুতি নিচ্ছেন। যুক্তরাষ্ট্রের পাশাপাশি বাংলাদেশেও বিভিন্ন সমাজসেবামূলক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত তিনি।

বিএনএনিউজ/শাফি/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ