18 C
আবহাওয়া
১২:২১ পূর্বাহ্ণ - জানুয়ারি ১৯, ২০২৫
Bnanews24.com
Home » এসএসএফের ডিজির বিরুদ্ধে অপরাধীকে আশ্রয় দেওয়ার অভিযোগ মিথ্যা : প্রেস উইং

এসএসএফের ডিজির বিরুদ্ধে অপরাধীকে আশ্রয় দেওয়ার অভিযোগ মিথ্যা : প্রেস উইং

এসএসএফের ডিজির বিরুদ্ধে অপরাধীকে আশ্রয় দেওয়ার অভিযোগ মিথ্যা : প্রেস উইং

বিএনএ, ঢাকা: পোশাক কারখানার মালিক ও অপরাধে অভিযুক্ত আলী হোসেন শিশিরকে এসএসএফের মহাপরিচালক (ডিজি) তার অ্যাপার্টমেন্টে আশ্রয় দিয়েছেন মর্মে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। এমন অভিযোগকে সম্পূর্ণ মিথ্যা বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং।

শনিবার (১৮ জানুয়ারি) এসএসএফের মুখপাত্রের বিবৃতি উল্লেখ করে ফেসবুকে সিএ প্রেস উইংয়ের পেজে এ তথ্য জানানো হয়েছে।

প্রেস উইং জানায়, ‘ফেসবুকে ছড়িয়ে পড়া পোস্টগুলোয় দাবি করা হয়েছে যে এসএসএফের ডিরেক্টর জেনারেল (ডিজি) অপরাধে অভিযুক্ত আলী হোসেন শিশিরকে তার অ্যাপার্টমেন্টে আশ্রয় দিয়েছেন, সেগুলো সম্পূর্ণ মিথ্যা।’

বিবৃতিতে আরও বলা হয়, ‘একজন অপরাধীকে ডিজির বাড়িতে আশ্রয় দেওয়ার প্রশ্নই ওঠে না। আলী হুসাইন নিজেকে নরসিংদীর একটি গার্মেন্টস ফ্যাক্টরির মালিক হিসেবে পরিচয় দিয়ে বৈধ চুক্তির মাধ্যমে ডিজির ফ্ল্যাটটি ভাড়া নিয়েছিলেন। ১৮ জানুয়ারি ভোররাত ৩টা ৪৫ মিনিটে পুলিশ তাকে গ্রেপ্তার করতে এলে ডিজি তাদের আইন অনুযায়ী ব্যবস্থা নিতে বলেন।’

সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া পোস্টগুলোর নিন্দা জানিয়ে বিবৃতিতে বলা হয়, ‘এটি অত্যন্ত দায়িত্বহীন একটি কাজ। এই ধরনের প্রচার উদ্দেশ্যপ্রণোদিতভাবে এসএসএফের ডিজি ও সংস্থার ভাবমূর্তি নষ্ট করার অপচেষ্টা।’

বিএনএনিউজ/ বিএম/এইচমুন্নী

Loading


শিরোনাম বিএনএ