বিএনএ, রাবি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ১০৩ শিক্ষার্থী স্বর্ণপদক পেতে যাচ্ছেন। আগামী ৩০ জানুয়ারি বিশেষ একটি অনুষ্ঠানের মাধ্যমে কৃতি শিক্ষার্থীদের হাতে এ পদক তুলে দিবেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
বুধবার (১৮ জানুয়ারি) বিকেলে এ তথ্য নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সুলতান-উল-ইসলাম।
উপ-উপাচার্য বলেন, “বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের প্রথম শ্রেণিসহ প্রথম স্থান অর্জনকারী কৃতি শিক্ষার্থীদের হাতে অগ্রণী ব্যাংক স্বর্ণপদক, মমতাজউদ্দিন স্বর্ণপদক, ডা. এ কে খান স্বর্ণপদক এ তিন ক্যাটাগরিতে ১০৩ শিক্ষার্থীর হাতে স্বর্ণপদক তুলে দিবেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। এদিন ১৭ কোটি টাকা ব্যয়ে আধুনিকায়ন করা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তন উদ্বোধন করবেন শিক্ষামন্ত্রী।”
কাজী নজরুল ইসলাম মিলনায়তন সংস্কার ও আধুনিকায়নে ব্যয় হয়েছে প্রায় ১৭ কোটি টাকা। সংস্কারকৃত এই মিলনায়তনে থাকছে অত্যাধুনিক প্রযুক্তি ও সাউন্ড সিস্টেম, সেন্ট্রাল এয়ারকন্ডিশন এবং আধুনিক সোফা সম্বলিত প্রায় দুই হাজারেরও অধিক আসন।
বিএনএ/সাকিব,এমএফ