17 C
আবহাওয়া
৭:৫৩ পূর্বাহ্ণ - জানুয়ারি ১৮, ২০২৫
Bnanews24.com
Home » সৌদি আরব বাংলাদেশকে দিচ্ছে রেকর্ড সংখ্যক ভিসা

সৌদি আরব বাংলাদেশকে দিচ্ছে রেকর্ড সংখ্যক ভিসা

বাংলাদেশ-সৌদিআরব

প্রবাস ডেস্ক: সৌদি আরব প্রতিদিন বাংলাদেশি নাগরিকদের জন্য রেকর্ড সংখ্যক ভিসা ইস্যু করছে। প্রতিদিন গড়ে ৪,০০০ থেকে ৬,০০০ বাংলাদেশি নাগরিককে ভিসা দেওয়া হচ্ছে, যা গত ৫৩ বছরে নজিরবিহীন ঘটনা।

গত মাসে সৌদি সরকার বাংলাদেশ থেকে ৮৩,০০০ কর্মীর জন্য কর্মসংস্থানের ভিসা প্রদান করেছে, যা এক মাসে সর্বোচ্চ সংখ্যক ভিসা ইস্যুর রেকর্ড গড়েছে।

সৌদি আরব তাদের উচ্চাভিলাষী ভিশন ২০৩০ বাস্তবায়নে ব্যস্ত সময় পার করছে। দেশটি মেগা প্রকল্পের মাধ্যমে অবকাঠামোগত উন্নয়ন সাধন করছে, যার মধ্যে রয়েছে বিমানবন্দর, রেলপথ, স্পোর্টস স্টেডিয়াম নির্মাণ এবং ২০৩০ সালের রিয়াদ এক্সপো ও ২০৩৪ সালের ফিফা বিশ্বকাপ আয়োজনের প্রস্তুতি। এই বিশাল পরিকল্পনাগুলো বাস্তবায়নে দক্ষ শ্রমশক্তির ব্যাপক চাহিদা তৈরি হয়েছে।

সৌদি আরবের শ্রমবাজারের উল্লেখযোগ্য অংশ বাংলাদেশি কর্মীদের দ্বারা পূরণ হচ্ছে। সৌদি সরকারের বাংলাদেশপ্রেম ও সৌজন্যের উদাহরণ হিসেবে সম্প্রতি দেশটি বাংলাদেশকে ৩৭২ টন গরুর মাংস উপহার দিয়েছে।

বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, সৌদি আরবের দেওয়া এই মাংস দেশের ৬৪টি জেলার ৯৫টি অঞ্চলের এতিমখানা, মাদ্রাসা এবং দরিদ্র জনগোষ্ঠীর মধ্যে বিতরণ করা হয়েছে।

বাংলাদেশ ও সৌদি আরবের এই সহযোগিতামূলক সম্পর্ক উভয় দেশের জন্যই লাভজনক। বাংলাদেশ সৌদি আরবে বিপুল সংখ্যক শ্রমশক্তি প্রেরণের মাধ্যমে বৈদেশিক মুদ্রা অর্জন করছে, যা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। অন্যদিকে, সৌদি আরব তাদের মেগা প্রকল্প এবং আন্তর্জাতিক ইভেন্ট বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় দক্ষ শ্রমশক্তি পাচ্ছে।

সৌদি সরকারের একজন কর্মকর্তা জানিয়েছেন, বাংলাদেশকে বন্ধুপ্রতিম দেশ হিসেবে বিবেচনা করে তারা বাংলাদেশি কর্মীদের জন্য তাদের শ্রমবাজার উন্মুক্ত রেখেছে। সৌজন্যের নিদর্শন হিসেবে সম্প্রতি রিয়াদ থেকে বাংলাদেশের বিভিন্ন এতিমখানা ও ধর্মীয় প্রতিষ্ঠানে ৩৭২ টন গরুর মাংস দান করা হয়েছে।

উভয় দেশের পারস্পরিক এই সহযোগিতা ভবিষ্যতে আরও শক্তিশালী হবে বলে আশা করা হচ্ছে।

আরও পড়ুন : সৌদি প্রবাসীদের সতর্ক করল বাংলাদেশ দূতাবাস

বিএনএনিউজ২৪, এসজিএন

Loading


শিরোনাম বিএনএ