বিএনএ, ঢাকা : রাজধানীর মুগদা মান্ডা এলাকায় প্রাইভেট কারের ধাক্কায় মোশারফ হোসেন তালুকদার (৭০) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। মঙ্গলবার(১৭ ডিসেম্বর)ভোরের দিকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে।
মুগদা থানার উপ-পরিদর্শক(এস আই)মো. সাদ্দাম হোসেন জানান, আমরা খবর পেয়ে মুগদা হাসপাতালের জরুরি বিভাগে থেকে রাত সাড়ে ১২টার দিকে মরদহ উদ্ধার করি। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য মঙ্গলবার ভোরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
তিনি আরও জানান, আমরা জানতে পেরেছি নিহত মোশারফ ফুটপাতে দুই চাকা ভ্যানে করে প্লাস্টিকের খেলনা বিক্রি করতেন। গত রাত ৮টার দিকে ওই এলাকায় দ্রুতগামী একটি প্রাইভেট কার তাকে চাপা দিলে গুরুতর আহত হন।পরে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে মুগদা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।
নিহতের ভাতিজা মোহাম্মদ জাহিদ জানান,আমার চাচা একজন প্লাস্টিকের খেলনা ফেরি করে বিক্রি করেন। গতকাল রাত ৮টার দিকে ফেরি করে প্লাস্টিকের খেলনা বিক্রি করার সময় মান্ডা এলাকায় দ্রুতগামী একটি প্রাইভেটকার আমার চাচাকে চাপা দেয়।এতে আমার চাচা গুরুতর আহত হন,পরে আমার চাচা কে উদ্ধার করে মুগদা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করে।
তিনি আরও জানান, আমার চাচার গ্রামের বাড়ি, ঝালকাঠি জেলার নলসিটি উপজেলার তিমিরসিটি গ্রামে। বর্তমানে,দক্ষিণ মান্দা কদমতলা ঝিলপাড় পারুল বেগমের বাড়ির মেয়ের সঙ্গে ভাড়া বাসায় থাকতেন। নিহত এক ছেলে এক মেয়ের জনক ছিলেন ।ছেলে তাকে ঠিকমতো দেখাশোনা না করায় তিনি ফেরি করে এই বৃদ্ধ বয়সে ফুটপাতে খেলনা বিক্রি করতেন ও মেয়ের সঙ্গে থাকতো বলে জানান তার ভাতিজা।
বিএনএনিউজ/আজিজুল/এইচ.এম।