17 C
আবহাওয়া
১১:০৯ পূর্বাহ্ণ - জানুয়ারি ১৮, ২০২৫
Bnanews24.com
Home » বিস্ফোরণে রুশ পারমাণবিক প্রতিরক্ষা বাহিনীর প্রধান নিহত

বিস্ফোরণে রুশ পারমাণবিক প্রতিরক্ষা বাহিনীর প্রধান নিহত


বিএনএ, বিশ্বডেস্ক : মস্কোতে এক বিস্ফোরণে নিহত হয়েছেন রুশ সেনাবাহিনীর নিউক্লিয়ার, বায়োলজিক্যাল, কেমিক্যাল প্রতিরক্ষা বাহিনী (এনবিসি) প্রধান জেনারেল ইগর কিরিলভ। এসময় তার সহকারীও নিহত হন। মঙ্গলবার সকালে এ ঘটনা ঘটে।

খবরে বলা হয়, স্থানীয় সময় মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সকালে একটি আবাসিক এলাকায় স্কুটারে লুকানো বোমার বিস্ফোরণে মৃত্যু হয় তার। এ সময় তার সহকারীও নিহত হয়েছেন। ক্রেমলিন থেকে প্রায় সাত কিলোমিটার (৪ মাইল) দক্ষিণ–পূর্বে এ ঘটনা ঘটে।

রাশিয়ান টেলিগ্রাম চ্যানেলে পোস্ট করা এক ছবিতে ধ্বংসস্তুপে পরিণত হওয়া একটি ভবনের ভাঙা প্রবেশপথ এবং তুষারে পড়ে থাকা দুটি রক্তাক্ত লাশ দেখা গেছে।

মস্কোর রিয়াজানস্কি অ্যাভিনিউতে ঘটে যাওয়া ঘটনায় একটি ফৌজদারি তদন্ত কমিটি গঠন এবং তদন্ত শুরু করা হয়েছে।

তদন্ত কমিটি এক বিবৃতিতে বলেছে আবাসিক ভবনের কাছে বিস্ফোরণে দুইজন নিহত হয়েছেন এবং বিস্তারিত তদন্ত চলমান রয়েছে ।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ