17 C
আবহাওয়া
১০:৫১ পূর্বাহ্ণ - জানুয়ারি ১৮, ২০২৫
Bnanews24.com
Home » প্রথম থেকে নবম শ্রেণি পর্যন্ত ভর্তির ডিজিটাল লটারি সম্পন্ন

প্রথম থেকে নবম শ্রেণি পর্যন্ত ভর্তির ডিজিটাল লটারি সম্পন্ন

ভর্তির ডিজিটাল লটারি

বিএনএ, ঢাকা:  দেশের সব সরকারি ও বেসরকারি স্কুলে প্রথম থেকে নবম শ্রেণিতে ভর্তির জন্য ডিজিটাল লটারি কার্যক্রম উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার(১৭ ডিসেম্বর ২০২৪)  বেলা পৌনে ১২টায় শিক্ষা মন্ত্রণালয়ের বিশেষ সহকারী (প্রতিমন্ত্রী মর্যাদা) অধ্যাপক ড. মো. আমিনুল ইসলাম আনুষ্ঠানিকভাবে এ লটারি কার্যক্রমের উদ্বোধন করেন।

দ্বৈবচয়ন পদ্ধতিতে লটারি কার্যক্রমের মাধ্যমে কোন শিক্ষার্থী কোন শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তির সুযোগ পাবে তা নির্ধারণ করা হবে। দুপুর ২টার পর মাউশির নির্ধারিত ওয়েবসাইটে ফলাফল প্রকাশ করা হবে। প্রার্থীরা নির্দিষ্ট লিংকে গিয়ে আইডি ও পাসওয়ার্ড দিয়ে তাদের ফলাফল ডাউনলোড করতে পারবেন।

এ ছাড়া, টেলিটক সিম ব্যবহার করে মোবাইল এসএমএসের মাধ্যমেও ফলাফল জানা যাবে। ফলাফল পেতে “GSA ResultUser ID” লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে।

অনুষ্ঠানে জানানো হয়, ২০২৫ শিক্ষাবর্ষে মাউশির আওতাধীন ৬৮০টি সরকারি এবং তিন হাজার ১৯৮টি বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তি আবেদন প্রক্রিয়া সম্পন্ন হয়।

সরকারি স্কুলে প্রথম থেকে নবম শ্রেণির এক লাখ আট হাজার ৭১৬টি শূন্য আসনের বিপরীতে ছয় লাখ ৩৫ হাজার ৭২টি আবেদন জমা পড়ে। অন্যদিকে, বেসরকারি বিদ্যালয়ে মোট ১০ লাখ সাত হাজার ৬৭৩টি শূন্য আসনের বিপরীতে তিন লাখ ৪৮ হাজার ৪৬৭টি আবেদন জমা হয়েছে।

ডিজিটাল লটারির মাধ্যমে ভর্তির নির্বাচন প্রক্রিয়ায় সরকারি নীতিমালা অনুসরণ করা হয়েছে। নীতিমালা অনুযায়ী সাধারণ কোটার পাশাপাশি ক্যাচমেন্ট এলাকা, বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধাদের সন্তান, প্রতিবন্ধী কোটাসহ অন্যান্য কোটা যথাযথভাবে বিবেচনা করা হয়েছে। শূন্য আসন, পছন্দক্রম, শিফট এবং প্রার্থীর প্রয়োজন অনুযায়ী নির্বাচনের প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।

মাউশি এবং বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের সরাসরি তত্ত্বাবধানে এ লটারি কার্যক্রম পরিচালিত হয়। সফটওয়্যারের মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে শিক্ষার্থীদের নির্বাচন করে শতভাগ স্বচ্ছতা নিশ্চিত করা হয়েছে।

মাউশির মহাপরিচালক (রুটিন দায়িত্ব) অধ্যাপক মো. মোজাক্কার হোসেন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিক্ষা মন্ত্রণালয়ের বিশেষ সহকারী অধ্যাপক ড. মো. আমিনুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিব সিদ্দিক জোবায়ের, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব ড. খ ম কবিরুল ইসলাম এবং টেলিটক বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক নুরুল মাবুদ চৌধুরী।

বিএনএনিউজ২৪, এসজিএন


Loading


শিরোনাম বিএনএ