17 C
আবহাওয়া
৪:২৫ পূর্বাহ্ণ - ডিসেম্বর ২৩, ২০২৪
Bnanews24.com
Home » কুবি ফয়জুন্নেছা হলে মেহেদী উৎসব

কুবি ফয়জুন্নেছা হলে মেহেদী উৎসব

কুবি ফয়জুন্নেছা হলে মেহেদী উৎসব

বিএনএ, কুবি (কুমিল্লা) : কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) নওয়াব ফয়জুন্নেছা চৌধুরাণী হলে বিজয় দিবস উপলক্ষে সংক্ষিপ্ত আলোচনা সভা ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) সন্ধ্যা ৭টায় নওয়াব ফয়জুন্নেছা চৌধুরাণী হলের প্রাধ্যক্ষ ও  বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগের সহযোগী  অধ্যাপক  মো. সাদেকুজ্জামান এর সভাপতিত্বে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

মেহেদী উৎসব
আবাসিক শিক্ষার্থীদের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরাও মেহেদী উৎসবে মেতে উঠে।

এসময় আরো উপস্থিত ছিলেন ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক শারমিন সুলতানা, অর্থনীতি বিভাগের প্রভাষক রাশেদ আহমেদ, প্রত্নতত্ত্ব বিভাগের প্রভাষক রেজওয়ানা আফরিন রূম্পা।

এর আগে দুইদিন ব্যাপী বর্ণাঢ্য আয়োজনে অংশ হিসেবে প্রবন্ধ পাঠ, প্রবন্ধ লিখন ও কবিতা আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এছাড়া ক্রীড়া প্রতিযোগিতা হিসেবে ব্যাডমিন্টন, টেবিল টেনিস, ক্যারাম, লুডু ও বালিশ খেলা অনুষ্ঠিত হয়েছে

কুবি ফয়জুন্নেছা হলে মেহেদী উৎসব
মেহেদী উৎসবে

দুপুরে হলে আবাসিক শিক্ষার্থীদের মাঝে উন্নত মানের খাবার পরিবেশন করা হয় এবং এক বর্ণাক্ত মেহেদী উৎসবের আয়োজন করা হয়। এতে হলের আবাসিক শিক্ষার্থীদের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরাও মেহেদী উৎসবে মেতে উঠে।

নওয়াব ফয়জুন্নেছা চৌধুরাণী হলের প্রাধ্যক্ষ ও বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগের সহযোগী অধ্যাপক মো. সাদেকুজ্জামান বলেন, করোনা পরিস্থিতিতে দীর্ঘ দিন হল বন্ধ থাকায় শিক্ষার্থীরা মানসিকভাবে বিপর্যস্ত ছিল। বিজয়ের এই দিনে আমরা সবার সাথে আনন্দ ভাগাভাগি করে নেয়ার চেষ্টা করেছি।

অনুষ্ঠান সুন্দরভাবে সম্পন্ন হওয়ায় সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানিয়ে তিনি আরো বলেন, সবার সহযোগিতা থাকলে আগামীতে আরো বড় পরিসরে এমন আয়োজন করা হবে।

বিএনএনিউজ/ হাবিবুর রহমান/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
ইন্দোনেশিয়ায় অ্যাপলের বিনিয়োগ বাড়ছে আসিয়ান চায় মিয়ানমারের জাতীয় নির্বাচনে সব দল ও মত অংশ নিক এ এফ হাসান আরিফের মৃত্যু: আজ রাষ্ট্রীয় শোক শেখ হাসিনা ও জয়ের ৩০০ মি.ডলার পাচারের অভিযোগ অনুসন্ধানে দুদক  নিষিদ্ধ পলিথিনের বিরুদ্ধে অভিযান জোরদার হবে--পরিবেশ উপদেষ্টা নির্বাচনে ইভিএম ব্যবহারের আর প্রশ্নই আসে না: বদিউল আলম মজুমদার নতুন স্বরাষ্ট্রসচিব নাসিমুল গনি সুবর্ণজয়ন্তীর নামে আওয়ামী লীগের শোডাউনের প্রস্তুতি, ভিডিও পাঠানো হবে হাসিনার কাছে তথ্য উপদেষ্টার সাথে সংগীত শিল্পী রাহাত ফাতেহ আলী খানের সাক্ষাৎ দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে মিরসরাইয়ের যুবক নিহত