22 C
আবহাওয়া
১২:৩৪ পূর্বাহ্ণ - নভেম্বর ২০, ২০২৪
Bnanews24.com
Home » দেওয়ানগঞ্জ পৌর মেয়রের বিরুদ্ধে মামলা

দেওয়ানগঞ্জ পৌর মেয়রের বিরুদ্ধে মামলা

পৌর মেয়র শাহনেওয়াজকেকে গ্রেফতার করেছে র্যা ব

বিএনএ,জামালপুর: জামালপুরের দেওয়ানগঞ্জে বিজয় দিবসের অনুষ্ঠানে মাধ্যমিক শিক্ষা অফিসারকে মারধর করায় পৌর মেয়র শাহনেওয়াজ শাহান শাহর  বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) রাতে দেওয়ানগঞ্জ থানায় মামলাটি করেন ভুক্তভোগী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মেহের উল্ল্যাহ।

শুক্রবার (১৭ ডিসেম্বর) সকালে সংবাদ মাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন দেওয়ানগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি)  মহব্বত কবির।

তিনি বলেন, বিজয় দিবসের অনুষ্ঠানে দায়িত্ব পালনকালে শিক্ষা কর্মকর্তাকে থাপ্পড় ও লাঞ্ছিত করার অভিযোগে থানায় মামলা হয়েছে। মামলায় একমাত্র আসামি পৌর মেয়র শাহনেওয়াজ শাহান শাহ। তাকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। দ্রুত সময়ের মধ্যে মেয়রকে আইনের আওতায় আনা হবে বলে জনান ওসি।

উল্লেখ্য বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) সকাল সাতটার দিকে দেওয়ানগঞ্জ সরকারি হাইস্কুল মাঠে বিজয় দিবসের অনুষ্ঠানে এই ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, ওই হাইস্কুল মাঠে উপজেলা প্রশাসনের আয়োজনে বিজয় দিবস উদযাপন অনুষ্ঠিত হয়।সেই অনুষ্ঠানের সঞ্চালনার দায়িত্ব পান মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মেহের উল্ল্যাহ। সে সময় দেওয়ানগঞ্জ পৌরসভার মেয়র মো. শাহনেওয়াজ শাহান শাহ শ্রদ্ধা নিবেদন করতে যান। উপস্থাপক শ্রদ্ধা নিবেদনের জন্যে মাইকে প্রশাসন ও বিভিন্ন সংগঠনের নাম ঘোষণা করছিল। তখন পৌরসভার নাম ৫ নম্বরে ঘোষণা করার কারণে ওই মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে প্রকাশ্যে অকথ্য ভাষায় গালিগালাজ এবং চড়-থাপ্পড় ও ধাক্কা মারেন মেয়র।

মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মেহের উল্ল্যাহ জানান, প্রশাসনের তালিকায় পৌরসভার নাম ছিল ৫ নম্বরে। তালিকা অনুযায়ী নামগুলো ঘোষণা করা হচ্ছিল। হঠাৎ মেয়র অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করেন। পরে সবার উপস্থিতিতে  চড়-থাপ্পড় ও ধাক্কা মারেন মেয়র। জনসম্মুখে এই ধরণের আচরণ অনাকাঙ্ক্ষিত।

মেয়র মো. শাহনেওয়াজ শাহান শাহ বলেন, বিজয় দিবসের অনুষ্ঠানে মাইকে ছিলেন শিক্ষা কর্মকর্তা। প্রটোকল অনুযায়ী পৌরসভার নাম ৪ নম্বরে ঘোষণা হবে। কিন্তু তিনি ৮ নম্বর সিরিয়াল ডেকেছেন। প্রটোকল অনুযায়ী ঘোষণা না করে পৌরসভাকে অপমান করেছেন। তবে এ ঘটনায় শিক্ষা কর্মকর্তার সঙ্গে শুধু তর্ক হয়েছে। গায়ে হাত দেয়ার বিষয়টি মিথ্যা, এমন কোনো ঘটনা ঘটেনি বলে দাবি করেন তিনি।

এই বিষয়ে দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কামরুন্নাহার শেফা জানান, মহান বিজয় দিবস ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী অনুষ্ঠানে প্রকাশ্যে, জনসম্মুখে সরকারি দায়িত্ব পালনরত একজন কর্মকর্তাকে লাঞ্ছিত করার ঘটনাটি সত্যিই দুঃখজনক। ঘটনাটি তদন্ত সাপেক্ষে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।

বিএনএনিউজ,এম শাহীন,আরকেসি

Loading


শিরোনাম বিএনএ