25 C
আবহাওয়া
৩:৪৪ অপরাহ্ণ - ডিসেম্বর ১৮, ২০২৪
Bnanews24.com
Home » রাজধানীতে বাস-ট্রাক সংঘর্ষ নিহত ১

রাজধানীতে বাস-ট্রাক সংঘর্ষ নিহত ১

রাজধানীতে বাস-ট্রাক সংঘর্ষ নিহত ১

বিএনএ,ঢাকা: রাজধানীর পল্টন মোড়ে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় ঘটনাস্থলেই একজন নিহত এবং আরেকজন আহত হন।

রোববার (১৭ নভেম্বর) ভোর ৫টার দিকে পল্টন মোড়ে ইউনিক পরিবহনের বাসের সঙ্গে একটি পেঁয়াজবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষ ঘটে।

এ দুর্ঘটনায় একটি অটোরিকশাও ক্ষতিগ্রস্ত হয়। ঘটনাস্থলে রিকশার যাত্রী নিহত হন এবং আহত হন রিকশাচালক। তাৎক্ষণিকভাবে নিহত ব্যক্তির পরিচয় জানা যায়নি।

কনস্টেবল সোহরাব বলেন, “ভোরে ইউনিক পরিবহনের বাস ও পেঁয়াজ বোঝাই একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় এক ব্যক্তি গুরুতর আহত হয়। তাকে ঢাকা মেডিকেলে নিয়ে আসার পর চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন।

এস আই মো. আরিফ বলেন, প্রাথমিকভাবে নিহতের পরিচয় জানা যায়নি। তার মরদেহ মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। আহত ব্যক্তিকে প্রাথমিক চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তবে তার অবস্থা আশঙ্কাজনক নয় বলে জানা গেছে।

বিএনএনিউজ/ আরএস

Loading


শিরোনাম বিএনএ