29 C
আবহাওয়া
৩:২৯ পূর্বাহ্ণ - মে ৪, ২০২৪
Bnanews24.com
Home » ঢাকার সঙ্গে চট্টগ্রাম-সিলেটের ট্রেন চলাচল বন্ধ

ঢাকার সঙ্গে চট্টগ্রাম-সিলেটের ট্রেন চলাচল বন্ধ

ঢাকার সঙ্গে চট্টগ্রাম-সিলেটের ট্রেন চলাচল বন্ধ

বিএনএ, ঢাকা: ঘূর্ণিঝড় ‘মিধিলি’র প্রভাবে ব্রাহ্মণবাড়িয়ার বড়হরণ এলাকায় ঝড়ে রেললাইনের ওপর গাছ পড়ে ঢাকার সঙ্গে চট্টগ্রাম ও সিলেটের রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে। শুক্রবার (১৭ নভেম্বর) সন্ধ্যার দিকে এ ঘটনা ঘটে।

ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশনের ভারপ্রাপ্ত স্টেশন মাস্টার জসিম উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, সন্ধ্যা পৌনে ৭টার দিকে সদর উপজেলায় কালিসীমা এলাকায় রেললাইনের ওপর একটি গাছ পড়ে যায়। এতে চট্টগ্রামগামী ননস্টপ সুবর্ণ এক্সপ্রেস ট্রেনটিকে আশুগঞ্জের তালশহর রেলস্টেশনে সন্ধ্যা ৭টার দিকে স্টপেজ দিতে হয়েছে।

আরও পড়ুন: মিধিলির তাণ্ডবে সন্দ্বীপে প্রাণ গেল বৃদ্ধের

তিনি আরও জানান, তালশহর রেলস্টেশনে সুবর্ণ এক্সপ্রেস ট্রেন ও ভৈরব রেলস্টেশনে নোয়াখালীগামী উপকূল এক্সপ্রেস ট্রেন আটকা পড়েছে। রেলের (পিডব্লিউডি) লোকজনকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। তারা গাছ কেটে রেললাইন থেকে সরানোর পর ট্রেন চলাচল শুরু হবে। কতক্ষণ সময় লাগবে তা বলা যাচ্ছে না।

বিএনএনিউজ/ বিএম

Loading


শিরোনাম বিএনএ