25 C
আবহাওয়া
৫:১২ পূর্বাহ্ণ - মার্চ ১৩, ২০২৫
Bnanews24.com
Home » ছাগলনাইয়ার মিশুর ইউরোপ যাওয়া হলোনা

ছাগলনাইয়ার মিশুর ইউরোপ যাওয়া হলোনা


বিএনএ, ফেনী : ছাগলনাইয়ার রিয়াজ উদ্দিন মিশুর (২৮) ইউরোপ যাওয়া হলোনা। সোমবার (১৬ অক্টোবর) দুপুরে দক্ষিণ কুহুমা গ্রামের বাড়ির নিজ পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে মিশুর মৃত্যু হয়।

পরিবার সূত্রে জানা যায়, মিশু মৃগী রোগী ছিল। সোমবার দুপুর দেড়টার দিকে পুকুরে গোসল করতে গেলে তার ওই রোগটা দেখা দেয়। পাশে কেউ না থাকায় পানিতে ডুবে তার মৃত্যু হয়। ছাগলনাইয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

নিহত মিশু দক্ষিণ কুহুমা গ্রামের আবদুল করিম মিয়াজী বাড়ির মোহাম্মদ মোস্তফার পুত্র। সম্প্রতি তিনি চাকুরীর উদ্দেশ্যে ইউরোপ যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন।

তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে পুরো ছাগলনাইয়া উপজেলায় শোকের ছায়া নেমে আসে।

রাত সাড়ে ১০টায় নিজ বাড়ির সামনে মিশুর জানাযা অনুষ্ঠিত হয়।

বিএনএনিউজ/এবিএম নিজাম উদ্দিন/এইচ.এম।

 

Loading


শিরোনাম বিএনএ