27 C
আবহাওয়া
১:২২ অপরাহ্ণ - জানুয়ারি ৬, ২০২৫
Bnanews24.com
Home » স্কটিশ শিবিরে শুরুতেই ধাক্কা দিলেন সাইফউদ্দিন

স্কটিশ শিবিরে শুরুতেই ধাক্কা দিলেন সাইফউদ্দিন

স্কটিশ শিবিরে শুরুতেই ধাক্কা দিলেন সাইফউদ্দিন

বিএনএ ক্রীড়া ডেস্ক: টস জিতে বোলিং করতে নেমে স্কটল্যান্ড শিবিরে শুরুতেই ধাক্কা দিয়েছে বাংলাদেশ। ইনিংসের তৃতীয় ওভারে ধুঁকতে থাকা স্কটিশ অধিনায়ক কাইল কোয়েটজারকে বোল্ড করে দেন সাইফউদ্দিন।

রোববার (১৭ অক্টোবর) ওমানের আল আমেরাত স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ৮টায় ম্যাচটি শুরু হয়।

প্রথম ওভারের পঞ্চম বলে চার রান দেন তাসকিন আহমেদ। দ্বিতীয় ওভারে মুস্তাফিজ লেগ বাইয়ের সুবাদে ১ রান দেন। তৃতীয় ওভারে চতুর্থ বলে দুর্দান্ত এক ইয়র্কারের মাধ্যমে স্কটিশ অধিনায়ক কোয়েতজারকে সরাসরি বোল্ড আউট করেন মোহাম্মদ সাইফউদ্দিন ।

ওমানের ব্যাটিং সহায়ক উইকেটে নয়জন ব্যাটার নিয়ে খেলতে নেমেছে বাংলাদেশ। বিশেষজ্ঞ পেসার রয়েছেন তিনজন। আর স্পিনার আছেন দুইজন। এ ম্যাচে অভিজ্ঞতাকে প্রাধান্য দিয়েছে টিম ম্যানেজমেন্ট। মূলত রাতের শিশির ভাবনায় প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন মাহমুদউল্লাহ।

বাংলাদেশ একাদশ

লিটন দাস, সৌম্য সরকার, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), আফিফ হোসেন, নুরুল হাসান সোহান (উইকেটরক্ষক), মেহেদি হাসান, মোহাম্মদ সাইফউদ্দিন, তাসকিন আহমেদ ও মোস্তাফিজুর রহমান।

স্কটল্যান্ড একাদশ

জর্জ মুন্সী, কাইল কোয়েতজার (অধিনায়ক), ম্যাথু ক্রস, রিচি বেরিংটন, কলাম ম্যাকলওয়েড, মিচেল লিস্ক, ক্রিস গ্রিভস, মার্ক ওয়াট,  জস ডেভি, সাফয়ান শারিফ ও ব্র্যাডলি হোয়াইল।

বিএনএনিউজ/আরকেসি

 

Loading


শিরোনাম বিএনএ